আরিব ফাউন্ডেশন ও রাশিদ আহমেদ আনসারী ওয়েলফেয়ারে উদ্যোগ চিয়ার ডিস্ট্রিবিউশন

সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে৷ ব্যাপক অর্থে মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই সমাজসেবা নামে পরিচিত৷ সমাজ সেবা মানবিক দায়িত্ব৷ তাই প্রত্যেকের উচিত যার যেমন সামর্থ ঠিক ততো টা দিয়ে সমাজে নিপীড়িত মানুষদের সেবা করা। আর এই কতব্য কে লক্ষ্য রেখেই নীস্বার্থ ভাবে সমাজে কাজ করে চলেছেন আরিব ফাউন্ডেশন। কখন রক্তের চাহিদা মেঠাতে রক্তদান শিবির আবার কখনও বা দেখা গেছে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো জন্য নানা ধরনের সামাজিক মূলক কাজ করতে। শনিবার নারকেল ডাঙা মোমিন হাইস্কুলে এই সংস্থার উদ্যোগে ডিস্ট্রিবিউশন হল বসার চিয়ার। রাশিদ আহমেদ আনসারী ওয়েলফেয়ার সোসাইটি ও আরিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি।২৫ টি চেয়ার তুলে দেওয়া হয় এই স্কুলে কর্ম কর্তাদের হাতে। এই দিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিক,এছাড়াও ছিলেন কামরান হোসেন,ফান্ডেশনে প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খান, সেগেটারি রুখসানা বেগম এবং আরও অনেকে। চিয়ার ডিস্ট্রিবিউশনে পাশাপাশি এই দিন উপস্থিত অতিথিবৃন্দদের বিশেষ সংবর্ধনায় আপায়ন করেন সাব্বির আহমেদ খান ও সেগেটারি রুখসানা বেগম।