৭ই এপিল মুক্তি পেল বরফি

এম এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত, সৌভিক দে পরিচালিত এক অন্য ধাচে গল্প নিয়ে তৈরী হয়েছে একটি নতুন ছবি বরফি। বছর কয়েক আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনা এই ছবির গল্প লেখার মূল অনুপ্রেরণা। তবে ঘটনাটা কি সেটা জানার জন্য দেখতে হবে ছবি টি কে। বলা সম্ভব নয়। তবে এমনই ঘটনা, যা আজও খবরে রীতিমতো চর্চিত।ছবিতে বরফির ভূমিকায় অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অমিত শেট্টি, পিয়ালী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেন, অনামিকা সাহা, অভিজিৎ গুহ, অরিত্র দত্ত বনিকদের মতো অভিনেতা-অভিনেত্রীরা। কলকাতার বিভিন্ন লোকেশনে এবং পুরুলিয়ায় শ্যুটিং হয়েছে ছবির। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিনেমাটোগ্রাফার অর্ণব গুহ। তবে ৭ই এপ্রিল ছবি টি মুক্তির সাথে প্রতিটি হল হাউসফুল। ছবি টি দেখার পর দর্শকদের মনে এক উচ্ছাসিত ছবি ধরা পড়লো। তারা বলে ছবি টি খুবই ভালো হয়েছে। সোচর আচর এই ধরনের গল্প নিয়ে কোন ছবি খুব একটা দেখা যায় না।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা