খাওয়াজা হিন্দল বালি ওয়েলফেয়ার সোসাইটি ও কাদিমি বাজম ই ইসলাহ মিল্লাত কমিটি উদ্যোগে ঈদ মিলন উৎসব

ঈদ' মানে আনন্দ উৎসব, ঈদ মানে যা বারবার ফিরে আসে।রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম 'ঈদ-উল-ফিতর'। এটি রোজার ঈদ হিসেবেও পরিচিত। সবাই এই দিন নতুন পোশাক পরে। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। মুসলমানেরা এই দিন ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে কোলাকুলি, সালাম ও শুভেচ্ছা জানায়। মঙ্গলবার খাওয়াজা হিন্দল বালি ওয়েলফেয়ার সোসাইটি ও কাদিমি বাজম ই ইসলাহ মিল্লাত কমিটি উদ্যোগে আয়োজিত হল ঈদ মিলন উৎসব। মোহন ভট্টাচাৰ্য রোড এ সন্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ডে ব্লক প্রেসিডেন্ট শংঙ্কর দাস, সহ আরও গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের প্রত্যেকেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় উদ্যোক্তা লাড্ডু খানকে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব