এস, এম, নগর আমরা ক'জন ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প

(নিজস্ব প্রতিনিধি গীতা মন্ডল):- রক্তদান জীবন দান।দেহে একটু রক্ত দিলে বাঁচে যদি একটি পান।ধন্য হবে জনম তোমার,মহৎ তোমার দান।সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে।সকলের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো।কেন না,পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারাই মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম।তাই রক্তদান হল প্রাণ দান।রবিবার এস, এম,নগর আমরা কজন ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। এস, এম,নগর (১নং ঢালাই ব্রিজের সন্নিকটে এই সমগ্র অনুষ্ঠান টি আয়োজন করা হয়।এই দিন বহু মানুষ এই শিবিরে রক্ত দান করেন। তবে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বাপন কুমার নস্কর, কৃষ্ণেন্দু নস্কর, কাশীনাথ মন্ডল, কাউন্সিলার গৌরী নস্কর, শক্তিপদ মন্ডল,কাউন্সিলার দীপিকা দত্ত,এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা মনমোহিনী বিশ্বাস, বিরাট নস্কর, মন্ত্রী দিলীপ মন্ডল সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব