তিন কন্যার পরিণয়, সামাজিক দায়বদ্ধতা আরো একবার
বিবাহ কি? বা বিবাহ কাকে বলে? বিবাহ হচ্ছে এমন একটি সামাজিক কার্য প্রণালী বা চুক্তির সম্পর্ক যার মাধ্যমে নতুন একটি পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। কোন মানুষ একা একা বাস করতে পারে না, তাই জীবনসঙ্গী হিসেবে মানুষ কাওকে পেতে চায়। এ কারণে একজন পুরুষ এবং একজন নারী চায় একত্রে বসবাস করতে, তারা চায় সন্তান-সন্ততির এবং স্লেহ-ভালবাসা উপভোগ করতে । এ কারণেই বিবাহের উৎপত্তি হয়। বিবাহ পরিবার ব্যবস্থাকে বৈধতা দেয় । বিবাহ বন্ধন ব্যতীত একটি সমাজ স্বীকৃত পরিবারের কথা কোনভাবেই কল্পনা করা যায় না।সোমবার তেমনি এক গণ্য বিবাহের মধ্যে দিয়ে তিন কন্যার নতুন এক জীবনে পরিণতি পেল।আর এই মহতীপূর্ণ কাজের উদ্যোগী হয়েছেন যিনি তিনি হলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের জেনারেল সেগেটারি শ্রী অরূপ বিশ্বাস। এই ধরনের কাজ তার কাছে প্রথম নয়। সমাজের মানুষের জন্য বিভিন্ন সময় তার সামাজিকমূলক কাজ করতে দেখা যায় তাকে। কোন্নগর জি টি রোডে সন্নিকটে বারো মন্দিরে এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তবে এই দিনে অনুষ্ঠানে বসে ছিল চাঁদের হাট। সমাজের বিভিন্ন গুণীজনেদের উপস্থিতে জলমলে হয়ে উঠেছিল অনুষ্ঠানটি। অরূপ মুখ্যর্জি এই গন্য বিবাহ এ বছর নিয়ে তিন বছরে পদার্পন করলো। অদূর গ্রাম্য এলাকায় গরীব ছেলে মেয়েদের চার হাত এক হল এই বিবাহের মধ্যে দিয়ে। তবে অরূপ মুখার্জী এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন সবাই।
Comments