ইসমাইল ফিল্ম প্রোডাকশন প্রযোজিত "কেয়ার অফ এ জার্নি" সিনেমা শুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই

ইসমাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ইসমাইল মল্লিক প্রযোজিত প্রতীক সরকার পরিচালিত "কেয়ার অফ এ জার্নি "সিনেমা শুটিং শুরু হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।শহর থেকে বহু দূরে একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে ছেলে পাটু। মায়ের মৃত্যুর পর ঠাকুমা ই পাঠুকে লালিত পালিত করে। পাঠু তার বাবাকে কখনোই দেখেনি। তাই বাবা কে খুঁজতে শহরে আসে পাটু। ছবি গল্পের মধ্যে, পরতে পরতে থাকবে রহস্য। লড়াই। সব মিলিয়ে ছবিটি এক অন্য মাত্রা নেবে। পরিচালক জানান সাম্প্রতিককালের ছোটদের নিয়ে তেমন নজর কাড়া বাংলা ছবি তৈরী হয়নি। তবে এই ছবি মানুষের মন ছুঁয়ে যাবে। ছবি তে সংগীত পরিচালনা করেছেন দেব সেন। ছবিতে গান রয়েছে দুইটি। অভিনয় করেছেন রাহুল ব্যানার্জী, সুনীল ব্যানার্জী, অভিনেত্রী সুমনা দাস, শিশু শিল্পী রূপম মন্ডল সহ আরো অনেকে।তবে ছবি শুরু করার আগেই কলকাতা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলন করা হয় মঙ্গলবার।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা