১২ত্তম গুণীজন সংবর্ধনা ২০২৩

বাঙালি প্ৰিয় খেলা ফুটবল। এই খেলা প্রত্যেকে খেলাপ্রেমী বাঙালি কাছে জনপ্রিয়।বাঙালি সমাজে ফুটবল বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশ শাসনের সময় থেকে। ১৮৫০ সাল নাগাদ কলকাতায় বাঙালিরা ফুটবল ক্লাব স্থাপন করেন। ১৯১১ খ্রিস্টাব্দে দুর্ধর্ষ ব্রিটিশ দলের বিরুদ্ধে মােহনবাগান ক্লাবের হয়ে বাংলার খেলােয়াড়রা জয়লাভ করে। জিতে নেয় আইএফএ শিল্ড। এর সঙ্গেই কলকাতা পরিচিত হয় ভারতীয় ফুটবলের রাজধানী হিসেবে। রবিবার "মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা "ক্রীড়া জগতে মোহন বাগানের ঐতিহ্য এবং অবদানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করে। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি আয়জন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ গুণীজনেরা। প্রত্যেকে বিশেষ সম্মানে সন্মানীত করা হয়। তবে এই দিন এই অনুষ্ঠানে আরও একজনের উপস্থিতি ছিল এক উজ্জ্বল নক্ষতত্রে মতো। মোহন বাগান আই. এস. এল.চ্যাম্পিয়ান এবং এ. টি. কে নাম টি বাদ দেবার মূল কান্ডারী সেই মোহন বাগান ক্লাব সচিব দেবাশীষ দত্ত মহাশয়কে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় উদ্যোক্তা সন্দীপ পাল মহাশয়কে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা