Posts

Showing posts from January, 2023

আজাদ নাভি যুবক ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো

Image
সরস্বতী পূজা হলো বাঙালির তথা আপামর ভারতবাসীর প্রাণের উৎসব। বিদ্যার দেবীর এই পূজা সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদকে দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায় তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছরজুড়ে জ্ঞান এবং সংস্কৃতিচর্চার রসদ জুগিয়ে দেয়। বৃহস্পতিবার ছিল সেই বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকে স্কুল, কলেজ, পাড়ায় ধুমধাম করে মায়ের আরাধনা চলে। ঠিক তেমনি আজাদ নাভি যুবক ক্লাবের পরিচালনায় এ বছর মায়ের পুজো ছিল দেখার মতো। শনিবার ছিল মাকে বিদায় জানাবার পালা। মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে একে ওপর কে সৌভ্রাত্ব জানিয়ে এই মাকে বিসর্জন দেওয়া হয়। তবে ভাসানের দিন ছিল এক নতুন চমক। এই দিন ভোজপুরি সিঙ্গার অজিৎ আনান্দকে শেষ দিনে তাকে স্বাগত জানিয়ে বিশেষ সন্মান দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দ্বারা সিং, কিশোর সিং, রূপেশ সাউ, বিকাশ সিং, বিশাল সিং, সাইফ সুবাস, আনান্দ কুমার সিং (গুড্ডু )। সমগ্র অনুষ্ঠানটি বড়বাজার শেয়ার মার্কেট সন্নিকটে আয়োজন করা হয়।

প্রজাতন্ত দিবস উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় পতাকা উত্তলন

Image
বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হল প্রজাতন্ত দিবস। ফ্লাক হোস্টিং থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিনটি কে কেন্দ্র করে পালিত হয়। তবে এই দিনের পাশাপাশি ছিল আর একটি ফেস্টিভ্যাল, বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো। তবে এই দিন আলিপুর চিড়িয়াখানা পতাকা উত্তলন করে প্রজাতন্ত দিবস পালিত হল। প্রতি বছরের মতো এ বছরও এই দিন টি উদযাপন করা হয়। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তাপস দাসের হাত দিয়ে পতাকা উত্তলন করা হয়। আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি, বেগম বাড়ি ও ইউনিয়ন রুমে তিন টি জায়গায় পতাকা উত্তলন করা হয়। এবং জাতীয় সংগীতের পর আশেপাশে সাধারণ মানুষকে মিষ্টি মুখও করানো হয়। উপস্থিত ছিলেন ডিরেক্টর তাপস দাস, আসিস্টেন ডিরেক্টর দেবনাথ পাথ, জেনারেল সেগেটারি, ভাইন্স প্রেসিডেন্ট সুভাষ দাস, ও আরও অনেকে

কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও ড: বিধান চন্দ্র রায় মেমোরিয়াল ফাউন্ডেশনে উদ্যোগে পুরস্কার বিতরণ

Image
সোমবার কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও ডক্টর বিধান চন্দ্র রায় মেমোরিয়াল ফাউন্ডেশনে উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুধু তাই নয় ২০থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হয়ে ছিল রঙিন মাছ ও বিদেশী পাখি প্রদর্শনী উৎসব এছাড়াও ছিল রবিবার যোগাসন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ। টানা ৫দিন ব্যাপী ছিল নানা ধরনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রাক্তন ফুটবলার রবীন নবী, কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়, এছাড়াও ছিল আরও অনেকে বিশিষ্ট জনেরা। তবে এই প্রতিযোগিতা গুলি পুরুস্কার ছিল সেরার সেরা আকর্ষণীয়া পুরুস্কার। সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ ভূমিকায় দেখা যায় সংস্থার সেগেটারি সন্দীপ পালকে।

নেতাজি জন্ম দিবস উপলক্ষে তৃণমূল ইয়ুথ কংগ্রেস উদ্যোগে বাচ্চাদের খাতা পেন পেন্সিল বিতরণ

Image
নেতাজি সুভাষ চন্দ্র বসু ১২৬ত্তম জন্ম দিবস উপলক্ষে ২৩নং ওয়ার্ড তৃণমূল ইয়ুথ কংগ্রেসের উদ্যোগে ছোট ছোট বাচ্ছাদের দেওয়া হল খাতা, পেন, পেন্সিল। এই দিন সকাল বেলা নেতাজিকে মাল্য দান করেএবং প্রতাকা উত্তোলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। প্রায় ১০০জন বাচ্চাদের কে দেওয়া হয় খাতা, পেন, পেন্সিল। অনুষ্ঠান মঞ্চে নেতাজি স্মৃতি স্বরণ করে বহু বক্তিতা উদমোচন করা হয়। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন কাউন্সিলার মহেশ শর্মা, ইলোরা সাহা, রাজেশ সিংহা, শক্তি প্রতাপ সিং, তরুণ তিয়ারি, রবি ওঝা, জয় প্রকাশ সুঙ্কর, সাওরমল আগরওয়াল, ললিত আগওয়াল, পবন শর্মা,রঘুনাথ আগওয়াল, মুনা পান্ডে, পাপু সুনকর, সন্দীপ সিং, সৌরভ দাস, তবে সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করতে দেখা যায় ডাব্বু সুনকর কে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক দায়বদ্ধতা পালন, সঙ্গী কাউন্সিল

Image
নিজস্ব প্রতিনিধি:গীতা মন্ডল= ১৪ই জানুয়ারি,২০২৩ জাতীয় কমিশন, তপসিল জাতি র সভাপতি শ্রী অরুন হালদার মহাশয়ের তত্ত্বাবধানে এস. বি. আই. এস. সি /এস টি /ও. বি. সি. এমপ্লয়িজ কাউন্সিলকে সঙ্গী করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ও সিকিমের গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ১৫০ টি ল্যাপটপ বিতরণ করে। "বিরাটি গ্লোব ভিশন সোসাইটি "এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বৃনাঢ্য অনুষ্ঠানে শ্রী অরুন হালদার মহাশয় মুখ্য অতিথি হিসাবে অনুষ্ঠানটি আলোকিত করেন। উক্ত অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা মন্ডলের মুখ্য মহা ব্যবস্থাপক শ্রী প্রেম অনুপ সিনহা, ন্যাশনাল ফেডারেশন অফ এস. বি. আই. এস. সি., এস. টি. এমপ্লয়িজ এর জাতীয় অধ্যক্ষ শ্রী দেবেন্দ্র কুমার এবং সেক্রেটারি জেনারেল শ্রী কে. এল. চৌহান, জাতীয় কমিশন তপসিলি জাতির শুভাকাঙ্খী শ্রী রজত কুমার দাস,/এস. বি. আই. এস. সি /এস. টি /ও. বি. সি. এমপ্লয়িজ কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মন্দল, স্টেট ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক, এন. জি.ও প্রতিনিধি এবং অভিভাবক মন্ডল উপস্থিত ছিলেন। স্টেট ব্যাঙ্কের এই সামাজিক দায়বদ্ধতা পালনের ভুয়সী প্রসংসা করেন জাতীয়...

শিশু দিবস সিনেমা শুভ মহৎরত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে

Image
শিশু দিবস সিনেমা শুভ মহৎরত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। ঘুমিয়ে আছে শিশুর আত্মপ্রকাশ সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের যুবক ও দেশনায়ক। স্বাধীনতার এতো বছর পরেও শিশুরা তাঁদের পূর্ণ মর্যাদা ও অধিকার সব সময় পায় না। অনাহারে মৃত্যু হয় অনেকেরই। আর এই বিষয় নিয়েই এক নতুন অন্য ধরনের ছবি তৈরী হতে চলেছে শিশু দিবস সিনেমা। এখন শুধুই মুক্তি অপেক্ষা।

পাশ বালিশ রমরমিয়ে চলছে টানা ২৫ দিন

Image
ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট নিবেদিত। ইন্নোমানিয়া মোশন পিকচার্স প্রযোজিত পাশবালিশ সিনেমা রমরমিয়ে টানা ২৫ দিন অতিক্রম করল। কলকাতা নজরুল তীর্থ সহ্য বেশ কয়েকটি হলে দর্শকদের ভিড় কিন্তু উপচে পড়ার মতো। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ববি মন্ডল, জয়শ্রী খাড়া, এছাড়াও অভিনয়ে করেছে অনামিকা সাহা, অনিন্দ্য সহ্য আরও অনেকে।

৫৫নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান

Image
শনিবার ৫৫নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে এবং অরুন কুমার দাসের স্মৃতি স্বর্ণে আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান। লাল মোহন ভট্টাচার্য রোডে সন্নিকটে সমগ্র অনুষ্ঠান টি আয়োজিত হয়। এই দিন বহু দুঃস্থ গরীব মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও বাচ্ছাদের স্কুল ব্যাগ, খাতা, পেন, পেন্সিল ও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্নকোমল সাহা, কাউন্সিলার আমিরুদ্দিন ববি, সবিতা রানী দাস, ব্লক প্রেসিডেন্ট শংঙ্কর দাস, কামরান হোসেন, উদ্যোক্তা জিয়াস উদ্দীন খান ওরফে লালু দা জানান তারা প্রতি বছর মানুষের স্বার্থে এই ধরনের সামাজিক মূলক কর্ম সূচি করে থাকে। তবে তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ।

নতুন বছরে পৌরপিতা কাইজের জামিলের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা

Image
২০২২ পেরিয়ে এল ২০২৩, বছরকে স্বাগত জানাতে রবিবারে দিন টা ছিল মানুষের কাছে এক নতুন চমক। দিনটি কে উপভোগ করতে কেউ খাওয়া দাওয়া আবার কোথায়ও বা চলল নানা ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এই দিনটি পাশাপাশি ছিল আরও একটি স্বরণীয় দিবস। সেটি হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্টা দিবস। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় চলল ফ্ল্যাক হোস্টিং এবং নানা অনুষ্ঠান। তাই এই দিন লেডিস পার্কে পৌরপিতা কাইজের জামিলে উদ্যোগে হয়ে ছোট ছোট বাচ্ছাদের আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় ছোট থেকে মাঝারি বয়সী বহু বাচ্ছারা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। তারা তাঁদের প্রতিভার মাধ্যমে সেরার সেরা মনোনীত হবে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ সক্রিয় ভূমিকায় দেখা যায় পৌরপিতা কাইজের জামিলকে। তার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।