আজাদ নাভি যুবক ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজো

সরস্বতী পূজা হলো বাঙালির তথা আপামর ভারতবাসীর প্রাণের উৎসব। বিদ্যার দেবীর এই পূজা সকল বাঙালির মনে সর্বপ্রকার ভেদাভেদকে দূরে সরিয়ে যে পূর্ণতার বিকাশ ঘটায় তা বাঙালি জাতিকে সম্ভবত সারা বছরজুড়ে জ্ঞান এবং সংস্কৃতিচর্চার রসদ জুগিয়ে দেয়। বৃহস্পতিবার ছিল সেই বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকে স্কুল, কলেজ, পাড়ায় ধুমধাম করে মায়ের আরাধনা চলে। ঠিক তেমনি আজাদ নাভি যুবক ক্লাবের পরিচালনায় এ বছর মায়ের পুজো ছিল দেখার মতো। শনিবার ছিল মাকে বিদায় জানাবার পালা। মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে একে ওপর কে সৌভ্রাত্ব জানিয়ে এই মাকে বিসর্জন দেওয়া হয়। তবে ভাসানের দিন ছিল এক নতুন চমক। এই দিন ভোজপুরি সিঙ্গার অজিৎ আনান্দকে শেষ দিনে তাকে স্বাগত জানিয়ে বিশেষ সন্মান দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দ্বারা সিং, কিশোর সিং, রূপেশ সাউ, বিকাশ সিং, বিশাল সিং, সাইফ সুবাস, আনান্দ কুমার সিং (গুড্ডু )। সমগ্র অনুষ্ঠানটি বড়বাজার শেয়ার মার্কেট সন্নিকটে আয়োজন করা হয়।