শিশু দিবস সিনেমা শুভ মহৎরত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে
শিশু দিবস সিনেমা শুভ মহৎরত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। ঘুমিয়ে আছে শিশুর আত্মপ্রকাশ সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের যুবক ও দেশনায়ক। স্বাধীনতার এতো বছর পরেও শিশুরা তাঁদের পূর্ণ মর্যাদা ও অধিকার সব সময় পায় না। অনাহারে মৃত্যু হয় অনেকেরই। আর এই বিষয় নিয়েই এক নতুন অন্য ধরনের ছবি তৈরী হতে চলেছে শিশু দিবস সিনেমা। এখন শুধুই মুক্তি অপেক্ষা।
Comments