নেতাজি জন্ম দিবস উপলক্ষে তৃণমূল ইয়ুথ কংগ্রেস উদ্যোগে বাচ্চাদের খাতা পেন পেন্সিল বিতরণ

নেতাজি সুভাষ চন্দ্র বসু ১২৬ত্তম জন্ম দিবস উপলক্ষে ২৩নং ওয়ার্ড তৃণমূল ইয়ুথ কংগ্রেসের উদ্যোগে ছোট ছোট বাচ্ছাদের দেওয়া হল খাতা, পেন, পেন্সিল। এই দিন সকাল বেলা নেতাজিকে মাল্য দান করেএবং প্রতাকা উত্তোলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। প্রায় ১০০জন বাচ্চাদের কে দেওয়া হয় খাতা, পেন, পেন্সিল। অনুষ্ঠান মঞ্চে নেতাজি স্মৃতি স্বরণ করে বহু বক্তিতা উদমোচন করা হয়। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন কাউন্সিলার মহেশ শর্মা, ইলোরা সাহা, রাজেশ সিংহা, শক্তি প্রতাপ সিং, তরুণ তিয়ারি, রবি ওঝা, জয় প্রকাশ সুঙ্কর, সাওরমল আগরওয়াল, ললিত আগওয়াল, পবন শর্মা,রঘুনাথ আগওয়াল, মুনা পান্ডে, পাপু সুনকর, সন্দীপ সিং, সৌরভ দাস, তবে সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করতে দেখা যায় ডাব্বু সুনকর কে

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা