পাশ বালিশ রমরমিয়ে চলছে টানা ২৫ দিন
ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট নিবেদিত। ইন্নোমানিয়া মোশন পিকচার্স প্রযোজিত পাশবালিশ সিনেমা রমরমিয়ে টানা ২৫ দিন অতিক্রম করল। কলকাতা নজরুল তীর্থ সহ্য বেশ কয়েকটি হলে দর্শকদের ভিড় কিন্তু উপচে পড়ার মতো। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ববি মন্ডল, জয়শ্রী খাড়া, এছাড়াও অভিনয়ে করেছে অনামিকা সাহা, অনিন্দ্য সহ্য আরও অনেকে।
Comments