স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামাজিক দায়বদ্ধতা পালন, সঙ্গী কাউন্সিল
নিজস্ব প্রতিনিধি:গীতা মন্ডল= ১৪ই জানুয়ারি,২০২৩ জাতীয় কমিশন, তপসিল জাতি র সভাপতি শ্রী অরুন হালদার মহাশয়ের তত্ত্বাবধানে এস. বি. আই. এস. সি /এস টি /ও. বি. সি. এমপ্লয়িজ কাউন্সিলকে সঙ্গী করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ও সিকিমের গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ১৫০ টি ল্যাপটপ বিতরণ করে। "বিরাটি গ্লোব ভিশন সোসাইটি "এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বৃনাঢ্য অনুষ্ঠানে শ্রী অরুন হালদার মহাশয় মুখ্য অতিথি হিসাবে অনুষ্ঠানটি আলোকিত করেন। উক্ত অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা মন্ডলের মুখ্য মহা ব্যবস্থাপক শ্রী প্রেম অনুপ সিনহা, ন্যাশনাল ফেডারেশন অফ এস. বি. আই. এস. সি., এস. টি. এমপ্লয়িজ এর জাতীয় অধ্যক্ষ শ্রী দেবেন্দ্র কুমার এবং সেক্রেটারি জেনারেল শ্রী কে. এল. চৌহান, জাতীয় কমিশন তপসিলি জাতির শুভাকাঙ্খী শ্রী রজত কুমার দাস,/এস. বি. আই. এস. সি /এস. টি /ও. বি. সি. এমপ্লয়িজ কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মন্দল, স্টেট ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক, এন. জি.ও প্রতিনিধি এবং অভিভাবক মন্ডল উপস্থিত ছিলেন। স্টেট ব্যাঙ্কের এই সামাজিক দায়বদ্ধতা পালনের ভুয়সী প্রসংসা করেন জাতীয় কমিশন, তপশিল জাতির সহ সভাপতি শ্রী অরুন হালদার মহাশয় সহ অনুষ্ঠানে উপস্থিত সমগ্র অতিথিবৃন্দ।
Comments