প্রজাতন্ত দিবস উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় পতাকা উত্তলন
বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হল প্রজাতন্ত দিবস। ফ্লাক হোস্টিং থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিনটি কে কেন্দ্র করে পালিত হয়। তবে এই দিনের পাশাপাশি ছিল আর একটি ফেস্টিভ্যাল, বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো। তবে এই দিন আলিপুর চিড়িয়াখানা পতাকা উত্তলন করে প্রজাতন্ত দিবস পালিত হল। প্রতি বছরের মতো এ বছরও এই দিন টি উদযাপন করা হয়। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তাপস দাসের হাত দিয়ে পতাকা উত্তলন করা হয়। আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি, বেগম বাড়ি ও ইউনিয়ন রুমে তিন টি জায়গায় পতাকা উত্তলন করা হয়। এবং জাতীয় সংগীতের পর আশেপাশে সাধারণ মানুষকে মিষ্টি মুখও করানো হয়। উপস্থিত ছিলেন ডিরেক্টর তাপস দাস, আসিস্টেন ডিরেক্টর দেবনাথ পাথ, জেনারেল সেগেটারি, ভাইন্স প্রেসিডেন্ট সুভাষ দাস, ও আরও অনেকে
Comments