নতুন বছরে পৌরপিতা কাইজের জামিলের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা
২০২২ পেরিয়ে এল ২০২৩, বছরকে স্বাগত জানাতে রবিবারে দিন টা ছিল মানুষের কাছে এক নতুন চমক। দিনটি কে উপভোগ করতে কেউ খাওয়া দাওয়া আবার কোথায়ও বা চলল নানা ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এই দিনটি পাশাপাশি ছিল আরও একটি স্বরণীয় দিবস। সেটি হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্টা দিবস। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় চলল ফ্ল্যাক হোস্টিং এবং নানা অনুষ্ঠান। তাই এই দিন লেডিস পার্কে পৌরপিতা কাইজের জামিলে উদ্যোগে হয়ে ছোট ছোট বাচ্ছাদের আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় ছোট থেকে মাঝারি বয়সী বহু বাচ্ছারা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। তারা তাঁদের প্রতিভার মাধ্যমে সেরার সেরা মনোনীত হবে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ সক্রিয় ভূমিকায় দেখা যায় পৌরপিতা কাইজের জামিলকে। তার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Comments