কৈলাঘাট সাউথ ইস্টান রেলওয়ে টিকিট কাউন্টার বন্ধ থাকায় কাউন্টারে সামনে বিক্ষোভ দেখায় যাত্রীরা

এবার কৈলাঘাট সাউথ ইস্টান রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ থাকায় শনিবার বিক্ষোভ দেখায় রেলওয়ে যাত্রীরা! যাত্রীদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে এখানকার 4 টি কাউন্টার রয়েছে তার মধ্যে তিনটি কাউন্টার বন্ধ! যার ফলে একটি কাউন্টারে টিকিট নেওয়ায় প্রচুর হেরেজমেন্ট হতে হচ্ছে যাত্রীদের! বেশ কয়েক দিন ধরে এই সমস্যা হওয়ায় কারণে শনিবার টিকিট কাউন্টারে সামনে বিক্ষোভ তোলে নিত্য যাত্রীদের! তবে যাত্রীদের এই অভিযোগ শুনে স্টেশন মাস্টারদের বক্তব্য তারা এই সমস্যা খুব শীঘ্রই উপর মহলে জানাবেন! তার ফলে যাত্রীদের সুরাহা মিলবে খুব তাড়াতাড়ি!