রবিবার ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদে পরিচালনায় আয়োজিত হল বসন্ত মিলন উৎসব
রবিবার ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদে পরিচালনায় আয়োজিত হল বসন্ত মিলন উৎসব! সহ সভাপতি রাধা রানী দত্ত এ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়! সালকিয়া পানি ট্যাঙ্কি সনিকটে আয়োজিত হয় এই অনুষ্ঠান! অনুষ্ঠান মঞ্চে বহু বিশিষ্ট জনেদের দেওয়া সম্ভধনা! শুধু তাই নয় চলে সংগীত ও নৃত্য! অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরী, শ্যামল মিত্র, শ্রী দেবনাথ নাথ, জনাব ইসমাইল হোসেন রকি, জনাব হাসিবুর রহমান রিজু, জনাব তালুকদার মনিরুজ্জামাল মনি, এছাড়াও রয়েছেন আশীষ পোদ্দার, অনুপ চক্রবর্তী, প্রনতা ব্যানার্জী, আহিরী দাস, টুম্পা নাথ পল্লব ধারা, প্রতীক চক্রবর্তী, সৈকত, শুভ, সোমনাথ স্যানাল, সুতপা আইচ, অরিত্র, দেবনাথ সামন্ত, অসীম মৈত্র,
Comments