45 নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেস এ উদ্যোগে আয়োজিত হল ঠান্ডা পানীয় জলের বিতরণ

দিন যতই বাড়ছে তাপমাত্রা দাপট ততই বাড়ছে, গরমে নাজেহাল গোটা শহর বাসি! দেখা নেই বৃষ্টি! তাই এই গরম হাত থেকে একটু স্বতি পেতে মানুষজন চুটিয়ে খাচ্ছে নানা রকমের ঠান্ডা পানীয়! ডাবের জল, নানা ধরনের সরবত, আইক্রিম আরও কত কি! শুক্রবার ব্রেবন রোডে সন্নিকোর্ট এ বড়বাজার এলাকায় 45 নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসের উদ্যোগে সমস্ত পথচারীদের খাওয়ানো হল ঠান্ডা পানীয় সরবত! এই দিন বহু পথচারীদের হাতে তুলে দেওয়া হয় রসনায় ঠান্ডা পানীয়! উদ্যোগতা হলেন আনান্দ কুমার সিং, শক্তি প্রতাপ সিং, রাকেশ মিশ্রা সহ্য আরও অনেকে! তবে এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলেশ মিশ্রা, নরেন্দ্র শর্মা, মোহাম্মদ আদিল, আদিত্য, বিকাশ শর্মা সহ্য বহু জনেরা

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা