শনিবার কলকাতা ব্রেবন রোডে সর্নিকটে আয়োজিত হল ইফতার অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি' গীতা মন্ডল : চলছে রমজান মাস, রোজা শেষের পথে,আর মাত্র কয়েকটা দিন বাকি ঈদ! তাই প্রত্যেক দিন কোথাও না কোথাও ইফতার অনুষ্ঠান চলছে! ঠিক তেমনি কলকাতা বড়বাজার ব্রেবন রোডে সর্নিকটে আয়োজিত হল ইফতার অনুষ্ঠান! শনিবার আনান্দ কুমার সিং ( গুডু ) শক্তি সিং, শৈলেস মিশ্রা সহ্য বেশ কয়েকজনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়! যেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র শর্মা, শ্রেয়া পান্ডে, কৃষ্ণ প্রতাপ সিং, মোহুমদ আদিল, রাজু রায়, মোহাম্মদ সালমান সহ্য বহুজনেরা! তবে এই ইফতার অনুষ্ঠানে ছিল না কোন সাম্প্রদায়িক ভেদাভেদ! বিভিন্ন ভাষাভাষী মানুষের সমাগম ছিল এই অনুষ্ঠানে!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা