প্রবীণ প্রভা সংবাদ মাধ্যমের পরিচালনায় আয়োজিত হল গুণীজনদের সংবর্ধনা
রবিবার প্রবীণ প্রভা সংবাদ মাধ্যমের পরিচালনায় আয়োজিত হল গুণীজনদের সংবর্ধনা! উদ্যোগতা হলেন কাজল দাস! 11 তম বর্ষ পদার্পন করল তাঁদের এই সংবর্ধনা অনুষ্ঠান! এই দিন অভিনেতা, অভিনেত্রী, জ্যোতিষী, সংগীত শিল্পী থেকে শুরু করে বহু প্রতিভাবান ব্যক্তিতদের সংবর্ধনা দেওয়া হয়! অনুষ্ঠান উপস্থিত ছিলেন অভিনেতা রাজীব বসু, রাধা রানী দত্ত, সুতপা আইচ, শিল্পী চক্রবর্তী, মডেল দীপাঞ্জনা, চিফ গেস্ট তাপস শাস্ত্রী সহ্য আরও অনেকে! তবে এতো সুন্দর অনুষ্ঠানে উদ্যোক্তা কাজল দাস কে স্বাগত জানায় সবাই!
Comments