সোমবার গাজীপুর ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় আয়োজিত হল ইফতার অনুষ্ঠান
রোজা শেষের পথে, আসছে প্রবিত্র ঈদ! আর এই ঈদে মাতবে গোটা ভারত বাসি! রমজান মাসে চলছে ইফতার! সোমবার গাজীপুর ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় হলদিরাম প্রভুজি ভেতর হয়ে গেলো ইফতার অনুষ্ঠান! সাম্প্রদায়িকতা বাদ দিয়ে চলে ভ্রাতিত্বপূর্ণ মিলন! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি,45 নং ওয়ার্ডে tmc নেতা আনান্দ সিং, শক্তি প্রতাপ সিং, রাজু রায়, নরেন্দ্র শর্মা, সহ্য আরও অনেকে!
Comments