Posts

Showing posts from February, 2021

বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতি পরিচালনায় আয়োজিত হয়ে গেল সামাজিক দায়বদ্ধতা উৎসব 2021

Image
এবার বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতি পরিচালনায় আয়োজিত হয়ে গেল সামাজিক দায়বদ্ধতা উৎসব 2021! যেখানে রক্তদান শিবির, বসে আঁকা প্রতিযোগিতা, ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়! এবছর নিয়ে 10 বছরের পদার্পন করলো তাঁদের এই উৎসব! রবিবার বেলেঘাটা পুরাতন পোষ্ট অফিস ময়দানে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্ডিনেটর বাবুন ব্যানার্জী, সাংসদ সুদীপ ব্যার্নাজী, বিধায়ক পরেশ পাল সহ আরও অনেকে!

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটের প্রস্তুতি BJMTU

Image
বিধানসভা ভোট মাত্র আর কয়েকটা দিন বাকি! তাই এখন থেকেই প্রতিটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে তুঙ্গে! ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভারতীয় জনতা ট্রেড ইউনিয়নের তরফ থেকে তাঁদের দলীয় কর্মীদের ঐক্যভাবে নির্বাচনের জয় যুক্ত বার্তা দিলেন BJMTU সংগঠন! মঙ্গলবার BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে একটি সাংবাদিক বৈঠকে বলেন ওয়েস্ট বেঙ্গলে যত ছোট ছোট ইউনিট আছে তারা যেন প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে এবং জয়যুক্ত করে!

সমকাজে সমবেতন এই দাবী নিয়েই সারা বাংলা সরকারি হাসপাতালে ঠিকাকর্মচারিরা বিক্ষোভে বসলেন মেডিক্যাল কলেজ

Image
বাংলায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আর কিছু করার নেই! কয়েক বছরের মধ্যে সোনার বাংলা তৈরী হয়েছে! রাজ্যে বেকারত্ব কমেছে, চাকরি পেয়েছে বহু ছেলে মেয়ে! কর্মচারিদের আগের থেকে বেতন বেড়েছে অনেক! স্বাস্থ্য পরিষেবা আর আর পাঁচ টা রাজ্য থেকে উন্নত হয়েছে এ রাজ্যে! আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দুয়ারে সরকারে মতো প্রকল্প চালু হয়েছে এই রাজ্যে! শুক্রবার চাই সমকাজে সমবেতন এই দাবী নিয়েই সারা বাংলা সরকারি হাসপাতালে ঠিকাকর্মচারিরা বিক্ষোভে বসলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে সামনে! তাঁদের দাবী বহুদিন ধরে নুনত্তম বেতনে কাজ করতে হচ্ছে! তাঁদের বেতন এখন পর্যন্ত বাড়ানো হয়নি! তাহলে রাজ্যে মুখ্যমন্ত্রী এতো ফুলঝুড়ি মতো প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন এই সমস্যা এই রাজ্যে স্বাস্থ্যপরিষেবা কর্মচারীদের! তাই সেই অভিযোগ নিয়েই এই দিন সংবাদ মাধ্যমের সামনে বেশকিছু বিষয় তুলে ধরলেন অনশনকারীরা!

শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন BJMTU সংগঠন!

Image
এবার শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন BJMTU সংগঠন! শ্রমিকদের ন্যায্যমূল দাবী নিয়েই এবার এই সংগঠন পথে নামলেন! কোথাও জনসভা আবার কোথাও বা পদযাত্রা করতে দেখা গিয়েছে তাঁদেরকে! শ্রমিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় তাঁদের পাশে থাকতে দেখা গিয়েছে এই সংগঠনকে! ঠিক তেমনি শুক্রবার শ্রমিকদের স্বার্থে রাসবিহারী মোড়ে সনিকটে একটি জনসভার আয়োজন করলেন BJMTU সংগঠন! যেখানে উপস্থিত ছিলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে, দীপ্তিমান বসু সহ্য আরও অনেক দলের সদস্যবৃন্দরা!

এম. জি. কাছে চিঠি পাঠিয়ে সেই চিঠি পি. এম. জি. কাছে না পৌঁছানোর অভিযোগ তুলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ দে!

Image
এবার পি. এম. জি. কাছে চিঠি পাঠিয়ে সেই চিঠি পি. এম. জি. কাছে না পৌঁছানোর অভিযোগ তুলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ দে! তিনি বলেন কয়েক দিন আগে পি. এম. জি. কে চিঠি দিয়ে ছিলেন কিন্তু সেই চিঠি এখনও পর্যন্ত পি. এম. জি. পৌঁচ্ছাইনি! শুধু তাই নয় কেন পৌঁছালো না সেই বিষয় পোস্টালে জানতে গেলে সেখানেও হেরেস্টমেন্ট হতে হয় তাকে! তাই সেই অভিযোগ নিয়েই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ দে!

রাজ্য রাজনীতি নিয়ে এবার সরাসরি মন্তব্য করলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ দে

Image
আসন্ন বিধানসভা নির্বাচন মাত্র আর কয়েক টা দিন বাকি! তাই দিনকে দিন বাড়ছে ভোটের গরম! একে ওপরে দিকে ঢিল ছড়াছড়ি চলছে সরাসরি! ভোটের উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতিতে! চলছে দলবদল! 2021 শে আমরাই আসছি সরকার আমরাই গড়বো!বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ দে! শুধু তাই নয় পাশাপাশি রাজ্য মুখ্যমন্ত্রী ও তার ভাইপো কেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি!

সরকারে বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমুখী হলেন ফরওয়ার্ড ব্লকের এলসি এস নরেশ চৌধুরী

Image
এবার সরকারে বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমুখী হলেন ফরওয়ার্ড ব্লকের এলসি এস নরেশ চৌধুরী! যিনি সমাজের বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা গিয়েছে তাকে! কখন ব্লাড ডোনেশন ক্যাম্প, আবার কখনও বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন মানুষের স্বার্থে!তাই এলাকার মানুষের কাছে দিনকে দিন কাছে মানুষ কাজের মানুষ হয়ে উঠেছে তাঁদেরি ঘরে ছেলে নরেশ চৌধুরী!

6ই ফ্রেবয়ারি আয়োজিত হয়ে গেলো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনে পঞ্চম বার্ষিকী সাধারণ সভা!

Image
6ই ফ্রেবয়ারি আয়োজিত হয়ে গেলো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনে পঞ্চম বার্ষিকী সাধারণ সভা!যেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা! শুধুই তাই নয় তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে আগত ইঞ্জিনিয়ার বন্ধুগণ! তবে এই সভা থেকে তারা বেশ কিছু দাবী দাওয়া তুলে ধরেন! যেমন তাঁদের দাবীগুলি হলো, সমকাজে সম বেতন চালু করতে হবে! এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার

2021 এর মিলন উৎসব

Image
শুরু হলো 2021 এর মিলন উৎসব! গত 31 জানুয়ারি থেকে 5 ই ফ্রেবয়ারি পর্যন্ত ছিল এই মেলা উৎসব! উৎসব মানে রকমারি জিনিসের সম্ভার! এই মেলাতে ছিল বিভিন্ন রকমের খাবারে স্টল! শুধুই তাই নয় তার সাথে ছিল জামা কাপড়ে থেকে শুরু করে বিভিন্ন জিনিসের স্টল! আর এই মেলাতেই ছিল নামি দামি স্টল ড্রিম ওয়ার্ল্ড ফ্যাশন! যেখানে ছোট থেকে বড় প্রত্যেক বয়সি মানুষের জন্য ছিল নানা রকমের জামা কাপড়! পাশাপাশি ছিল মেয়েদের বিভিন্ন ধরণের রকমারি চুরি! যা ক্রেতাদের মন কেড়ে নেবে! সৈহহাদ হাবিবুর রহমানের এই স্টলে ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো! ফ্যাশন ডিজাইনার সৈয়হাদ সাবিনা রহমান জানান এই স্ট্রলে বিভিন্ন দামের জিনিস রয়েছে! 6.500 টাকা থেকে শুরু করে 2.500 হাজার টাকা পর্যন্ত জিনিস ছিল তাঁদের এই স্ট্রলে! পার্ক সার্কাস ময়দানের এই মিলন মেলা শেষ দিনেও মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো!