সরকারে বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমুখী হলেন ফরওয়ার্ড ব্লকের এলসি এস নরেশ চৌধুরী
এবার সরকারে বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমুখী হলেন ফরওয়ার্ড ব্লকের এলসি এস নরেশ চৌধুরী! যিনি সমাজের বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা গিয়েছে তাকে! কখন ব্লাড ডোনেশন ক্যাম্প, আবার কখনও বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন মানুষের স্বার্থে!তাই এলাকার মানুষের কাছে দিনকে দিন কাছে মানুষ কাজের মানুষ হয়ে উঠেছে তাঁদেরি ঘরে ছেলে নরেশ চৌধুরী!
Comments