6ই ফ্রেবয়ারি আয়োজিত হয়ে গেলো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনে পঞ্চম বার্ষিকী সাধারণ সভা!
6ই ফ্রেবয়ারি আয়োজিত হয়ে গেলো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনে পঞ্চম বার্ষিকী সাধারণ সভা!যেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা! শুধুই তাই নয় তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে আগত ইঞ্জিনিয়ার বন্ধুগণ! তবে এই সভা থেকে তারা বেশ কিছু দাবী দাওয়া তুলে ধরেন! যেমন তাঁদের দাবীগুলি হলো, সমকাজে সম বেতন চালু করতে হবে! এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার
Comments