সমকাজে সমবেতন এই দাবী নিয়েই সারা বাংলা সরকারি হাসপাতালে ঠিকাকর্মচারিরা বিক্ষোভে বসলেন মেডিক্যাল কলেজ
বাংলায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আর কিছু করার নেই! কয়েক বছরের মধ্যে সোনার বাংলা তৈরী হয়েছে! রাজ্যে বেকারত্ব কমেছে, চাকরি পেয়েছে বহু ছেলে মেয়ে! কর্মচারিদের আগের থেকে বেতন বেড়েছে অনেক! স্বাস্থ্য পরিষেবা আর আর পাঁচ টা রাজ্য থেকে উন্নত হয়েছে এ রাজ্যে! আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দুয়ারে সরকারে মতো প্রকল্প চালু হয়েছে এই রাজ্যে! শুক্রবার চাই সমকাজে সমবেতন এই দাবী নিয়েই সারা বাংলা সরকারি হাসপাতালে ঠিকাকর্মচারিরা বিক্ষোভে বসলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে সামনে! তাঁদের দাবী বহুদিন ধরে নুনত্তম বেতনে কাজ করতে হচ্ছে! তাঁদের বেতন এখন পর্যন্ত বাড়ানো হয়নি! তাহলে রাজ্যে মুখ্যমন্ত্রী এতো ফুলঝুড়ি মতো প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন এই সমস্যা এই রাজ্যে স্বাস্থ্যপরিষেবা কর্মচারীদের! তাই সেই অভিযোগ নিয়েই এই দিন সংবাদ মাধ্যমের সামনে বেশকিছু বিষয় তুলে ধরলেন অনশনকারীরা!
Comments