শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন BJMTU সংগঠন!

এবার শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন BJMTU সংগঠন! শ্রমিকদের ন্যায্যমূল দাবী নিয়েই এবার এই সংগঠন পথে নামলেন! কোথাও জনসভা আবার কোথাও বা পদযাত্রা করতে দেখা গিয়েছে তাঁদেরকে! শ্রমিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় তাঁদের পাশে থাকতে দেখা গিয়েছে এই সংগঠনকে! ঠিক তেমনি শুক্রবার শ্রমিকদের স্বার্থে রাসবিহারী মোড়ে সনিকটে একটি জনসভার আয়োজন করলেন BJMTU সংগঠন! যেখানে উপস্থিত ছিলেন BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে, দীপ্তিমান বসু সহ্য আরও অনেক দলের সদস্যবৃন্দরা!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা