বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটের প্রস্তুতি BJMTU
বিধানসভা ভোট মাত্র আর কয়েকটা দিন বাকি! তাই এখন থেকেই প্রতিটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে তুঙ্গে! ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভারতীয় জনতা ট্রেড ইউনিয়নের তরফ থেকে তাঁদের দলীয় কর্মীদের ঐক্যভাবে নির্বাচনের জয় যুক্ত বার্তা দিলেন BJMTU সংগঠন! মঙ্গলবার BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে একটি সাংবাদিক বৈঠকে বলেন ওয়েস্ট বেঙ্গলে যত ছোট ছোট ইউনিট আছে তারা যেন প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে এবং জয়যুক্ত করে!
Comments