2021 এর মিলন উৎসব

শুরু হলো 2021 এর মিলন উৎসব! গত 31 জানুয়ারি থেকে 5 ই ফ্রেবয়ারি পর্যন্ত ছিল এই মেলা উৎসব! উৎসব মানে রকমারি জিনিসের সম্ভার! এই মেলাতে ছিল বিভিন্ন রকমের খাবারে স্টল! শুধুই তাই নয় তার সাথে ছিল জামা কাপড়ে থেকে শুরু করে বিভিন্ন জিনিসের স্টল! আর এই মেলাতেই ছিল নামি দামি স্টল ড্রিম ওয়ার্ল্ড ফ্যাশন! যেখানে ছোট থেকে বড় প্রত্যেক বয়সি মানুষের জন্য ছিল নানা রকমের জামা কাপড়! পাশাপাশি ছিল মেয়েদের বিভিন্ন ধরণের রকমারি চুরি! যা ক্রেতাদের মন কেড়ে নেবে! সৈহহাদ হাবিবুর রহমানের এই স্টলে ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো! ফ্যাশন ডিজাইনার সৈয়হাদ সাবিনা রহমান জানান এই স্ট্রলে বিভিন্ন দামের জিনিস রয়েছে! 6.500 টাকা থেকে শুরু করে 2.500 হাজার টাকা পর্যন্ত জিনিস ছিল তাঁদের এই স্ট্রলে! পার্ক সার্কাস ময়দানের এই মিলন মেলা শেষ দিনেও মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা