Posts

প্রথমবারের মতো চাকায় বায়ো টয়লেট দেশে এবং কলকাতা 24x7

Image
রামেসিস আরপিএল প্রথমবারের মতো দেশ ও জাতিতে যে কোনো সময় যে কোনো জায়গায় 24X7 ভিত্তিক পরিষেবা চালু করেছে মোবাইল টয়লেট ভ্যান যা স্ব-ইঞ্জিনযুক্ত এই 2টি কেবিন, 4টি কেবিন টয়লেট গাড়ি বুকিং সিস্টেমের মাধ্যমে উপলব্ধ হবে যেখানে একজন ক্লায়েন্ট/ব্যবহারকারী অনুষ্ঠান/ইভেন্টের জন্য প্রি-বুক করতে পারবেন। বিধাননগর পৌরসভার মাননীয় এমএমসি শ্রী রাজেশ চিরিমার আজ দত্তবাদ ক্রসিংয়ে বেঙ্গল কেমিক্যালস এর বিপরীতে ডাক্তার, সমাজকর্মী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সেলিব্রিটি এবং একটি বিশিষ্ট ব্যবসায়িক স্কুলের স্বেচ্ছাসেবকের ছাত্রদের সমন্বয়ে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফ্লীটটি পতাকা উড়িয়ে দেন। উদ্বোধনের জন্য। প্রকল্পটি ডাঃ অরিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অর্পিতার ব্রেইনচাইল্ড যারা স্যানিটেশন ইকোসিস্টেমে সূক্ষ্মভাবে কাজ করছেন এবং তাদের পেটেন্ট মডেলের সাথে দেশব্যাপী 7000+ টয়লেট স্থাপন করেছেন যা কঠিন মানব বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করে। ডঃ ব্যানার্জী ভারতের টয়লেট ম্যান হিসেবেও পরিচিত। ডঃ অরিজিৎ ব্যানার্জী এবং অর্পিতার মতে, দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা সহ প্রাথমিকভাবে 4টি ...

১০৮ নং ওয়ার্ডে পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ উদ্যোগে আঁকা প্রতিযোগিতা

Image
'সৃষ্টি সুখের উল্লাসে' বছরে শেষে বাচ্ছাদের কে একটু ভালো লাগানো জন্য রং এবং পেনন্সিল দিয়ে মনের উল্লাসে কিছু ফুটিয়ে তুলতেই বাচ্চাদের জন্যই অঙ্কন উৎসব। শুক্রবার ১০৮নং ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা। যেখানে এই দিন বহু বাচ্ছা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মাদুরদহ সঞ্জীবনী সন্নিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই দিন প্রতিটি বাচ্ছারা যারা অংশগ্রহণ করেছে তাঁদের দেওয়া রং পেনন্সিল, খাবার, জল। যা পেয়ে খুশি হয় তারা। পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল জলযোগা। পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ বলেন বাচ্ছাদের মুখে একটু হাসি ফোটানো জন্যই আমার এই উদ্যোগ।

কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খিদিরপুর ৭৫নং ওয়ার্ডে কম্বল বিতরণ

Image
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বৃহস্পতিবার ১৩৯ ত্তম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিতরণ হল খিদিরপুর ৭৫ নং ওয়ার্ডে সন্নিকটে।৭৫নং ওয়ার্ড কংগ্রেস কমিটি পরিচালনায় মোহম্মদ আকিল এ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিন দুঃস্থ বহু মানুষ কে কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কংগ্রেস কর্মীরা।

ব্যাকয়ার্ড কাপ ২০২৩ নকআউট ফুট টেনিস ডে নাইট টুনামেন্ট শুভ উদ্ভোধন হল শুক্রবার

Image
শুক্রবার হাওড়া পিলখানা রোডের কাছে ভাগু মোড়ে তিনদিনের নকআউট ফুট টেনিস ডে নাইট টুর্নামেন্ট ব্যাক ইয়ার্ড কাপ২০২৩ এর উদ্বোধন হয়ে গেল।সারা বাংলা থেকে মোট ৩২টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।স্বর্গীয় আয়ুব আনসারী ও ঈশা খানের স্মৃতির উদ্যোগে এই খেলার আয়োজন।মূলত ইউথ জেনারেশন কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে ক্যাশ প্রাইজ সহ অন্যান্য বিভাগে র প্রাইজ।জয়ী রা চল্লিশ হাজার ও রানার্স দল তিরিশ হাজার টাকা পাবে।২২,২৩,ও ২৪শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বুধবার অনুসহা বিউটি ষ্টুডিও ও একাডেমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উদ্যোগে আয়োজিত হল ফ্যাশন ফিস্তা ৱ্যাম্প শো

Image
বুধবার অনুসহা বিউটি ষ্টুডিও ও একাডেমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উদ্যোগে আয়োজিত হল ফ্যাশন ফিস্তা ৱ্যাম্প শো। এই প্রথম গোটা ইন্ডিয়াতে এই একাডেমি তরফ থেকে স্টুডেন্টদের জন্য মেকআপ কম্পিশন করা হল। কাজ শেখার পর বা যারা এই একাডেমিতে কাজ শিখতে এসেছে তাঁদেরকে আপডেট করার জন্যই এই প্রোগামে আয়োজন করা হয়েছে। এমনটাই বলেন এই একাডেমি শিক্ষিকা অনুসহা প্রামানিক।

বুধবার সেন্ট্রাল কলিকাতা গোষ্ট পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবে তরফে সাংবাদিক বৈঠক

Image
'চাইনিজ ওয়াল' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার, পরাধীন ভারতে বিদেশি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া এক শির উচু সৈনিক হলেন গোষ্ঠ পাল। এই দৃঢ় চরিত্রকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। গ্রাসরুট ফুটবল ডেভলপমেন্টের অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লিগ 2018 সাল থেকে আয়োজিত হচ্ছে। এবছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লীগের নাম পরিবর্তন করে ব্লু কাবস লিগ করায় আমাদের লীগের নাম গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লিগ 2023-24 রাখা হয়েছে। এই লিগ শুরু হচ্ছে 23 ডিসেম্বর,2023 থেকে চলবে 23 শে মার্চ পর্যন্ত। এই লীগে অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 11 ও অনূর্ধ্ব 12 বছরের তিনটি গ্রুপের 12 টি ক্লাবের 28টি টিম অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হল যথাক্রমে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, দুখিরাম মজুমদার কোচিং সেন্টার, ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি, পার্ক সার্কাস শরৎ মেমোরিয়াল স্প...

শুক্রবার কে 1 ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিক বক্সিং আয়োজিত হল পি এল রায় ইন্ডোর স্টেডিয়ামে

Image
বক্সিং মার্শাল আর্ট যুদ্ধ খেলা (যা ওয়েস্টার্ন বক্সিং বা পিউগিলিজম নামেও পরিচিত) একটি সম্মুখসমর ক্রীড়া যেখানে দুটি ব্যক্তি, গ্লাভস, হেলমেট এবং মাউথপিস পরে একটি নির্দিষ্ট সময় ধরে একে অপরের দিকে মুষ্টিনিক্ষেপ করে।অপেশাদার বক্সিং একটি অলিম্পিক এবং কমনওয়েলথ খেলা এবং একটি প্রধান আন্তর্জাতিক গেম।এটির নিজস্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। বক্সিং এক থেকে তিন মিনিট চক্রের অন্তর একটি ধারাবাহিক খেলা যেটি একজন রেফারির তত্ত্বাবধানে খেলা হয়। ফলাফল নির্ধারিত হয় যখন রেফারি কোনো প্রতিপক্ষকে অসমর্থ গণ্য করে, একটি নিয়ম ভঙ্গের জন্য অযোগ্য ঘোষিত হয়, তোয়ালে নিক্ষেপ দ্বারা পদত্যাগ অথবা প্রতিযোগিতার শেষে বিচারক স্কোরকার্ড ভিত্তি করে বিজয়ী বা বিজিত ঘোষণা করে।শুক্রবার কে 1 ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিক বক্সিং আয়োজিত হল পি এল রায় ইন্ডোর স্টেডিয়ামে। তিন দিন ধরে চলবে এই বক্সিং। বিভিন্ন জায়গায় থেকে আসা ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করে। এই দিন উপস্থিত ছিলেন ইভেন্ট কনভেনার কবিতা গুপ্তা, পৌরপিতা স্বপন সমাদ্দার, জনশন তিরকে, রাজেশ বাঁজামিন সহ আরও অনেকে।