১০৮ নং ওয়ার্ডে পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ উদ্যোগে আঁকা প্রতিযোগিতা
'সৃষ্টি সুখের উল্লাসে' বছরে শেষে বাচ্ছাদের কে একটু ভালো লাগানো জন্য রং এবং পেনন্সিল দিয়ে মনের উল্লাসে কিছু ফুটিয়ে তুলতেই বাচ্চাদের জন্যই অঙ্কন উৎসব। শুক্রবার ১০৮নং ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা। যেখানে এই দিন বহু বাচ্ছা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মাদুরদহ সঞ্জীবনী সন্নিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই দিন প্রতিটি বাচ্ছারা যারা অংশগ্রহণ করেছে তাঁদের দেওয়া রং পেনন্সিল, খাবার, জল। যা পেয়ে খুশি হয় তারা। পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল জলযোগা। পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ বলেন বাচ্ছাদের মুখে একটু হাসি ফোটানো জন্যই আমার এই উদ্যোগ।
Comments