কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খিদিরপুর ৭৫নং ওয়ার্ডে কম্বল বিতরণ
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বৃহস্পতিবার ১৩৯ ত্তম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিতরণ হল খিদিরপুর ৭৫ নং ওয়ার্ডে সন্নিকটে।৭৫নং ওয়ার্ড কংগ্রেস কমিটি পরিচালনায় মোহম্মদ আকিল এ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিন দুঃস্থ বহু মানুষ কে কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কংগ্রেস কর্মীরা।
Comments