বুধবার সেন্ট্রাল কলিকাতা গোষ্ট পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবে তরফে সাংবাদিক বৈঠক
'চাইনিজ ওয়াল' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার, পরাধীন ভারতে বিদেশি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া এক শির উচু সৈনিক হলেন গোষ্ঠ পাল। এই দৃঢ় চরিত্রকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। গ্রাসরুট ফুটবল ডেভলপমেন্টের অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লিগ 2018 সাল থেকে আয়োজিত হচ্ছে। এবছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লীগের নাম পরিবর্তন করে ব্লু কাবস লিগ করায় আমাদের লীগের নাম গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লিগ 2023-24 রাখা হয়েছে। এই লিগ শুরু হচ্ছে 23 ডিসেম্বর,2023 থেকে চলবে 23 শে মার্চ পর্যন্ত। এই লীগে অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 11 ও অনূর্ধ্ব 12 বছরের তিনটি গ্রুপের 12 টি ক্লাবের 28টি টিম অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হল যথাক্রমে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, দুখিরাম মজুমদার কোচিং সেন্টার, ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি, পার্ক সার্কাস শরৎ মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, এরিয়ান ক্লাব, হাওড়া ফ্রেন্ডস , বিদ্যাসাগর মেমোরিয়াল ফুটবল ক্লাব, বরিশা যুগোযাত্রী জুনিয়র ফুটবল কোচিং ক্যাম্প, দেশপ্রাণ শাসমল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, উত্তর কলিকাতা মিলন চক্র, সাহাপুর মিতালী সংঘ, দুর্গানগর ফুটবল একাডেমি। লিগ পর্যায়ের খেলা হবে মোট 117 টি , এখানে প্রতিটি গ্রুপের পয়েন্টে শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। খেলাগুলি হবে বিবেকানন্দ উদ্যান ও কাশিয়াবাগান ফুটবল গ্রাউন্ডে। এই লীগে 380 জন ছেলে- মেয়ে অংশগ্রহণ করছে। এই লীগের মাধ্যমে যেমন বহু প্রতিভার সন্ধান পাওয়া যাবে যারা পরবর্তীতে ভারতীয় ফুটবলে অবদান রাখবে বলে আমরা আশাবাদী।
যদিও এই লিগ এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন প্রতি ১০ মিনিটে একজন করে শিশু হত্যা হচ্ছে। ইসরাইলের ঘাতক বাহিনী বোমাবর্ষণ করে গাজায় এখনো পর্যন্ত 8000+এই শিশুকে নৃশংস ভাবে হত্যা করেছে। যা আজও অব্যাহত। ভারতবর্ষের কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের সাম্রাজ্যবাদ বিরোধী বলিষ্ঠ চরিত্রকে ছড়িয়ে দিতেই তাঁর উত্তরসূরী হিসেবে আমরা প্যালেস্টাইনে নিরীহ শিশু সহ-সাধারণ মানুষের উপর এই হত্যালীলার তীব্র প্রতিবাদ ধ্বনিত করছি। পাশাপাশি আমরা সেই প্রতিবাদী ক্রীড়া ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকেও অভিনন্দন জানাচ্ছি যারা এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি প্রথম মহিলা গ্র্যান্ডসাম চ্যাম্পিয়ন ওনেস জাবিউরকে যিনি জয়ের মঞ্চে অনুভূতি জানাতে গিয়ে বলেন - "ইসরাইল প্যালেস্তাইন যুদ্ধে প্রতিদিন শিশুরা যেভাবে মারা যাচ্ছে এই দৃশ্য খুবই হৃদয়বিদার। এই কথাগুলো কোন রাজনৈতিক উদ্দেশ্য থেকে নয়, শুধু মানবিক বোধ থেকেই আমি বলছি। আমি বিশ্বময় শান্তি চাই।" অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজা তাঁর জুতোই প্রতিবাদী বার্তা সম্পর্কে বলেন - আমি কোন রাজনৈতিক বার্তা লিখিনি। আমি কারো পক্ষ নিয়েও কথা বলিনি। আমার কাছে সকলেই সমান। মুসলিম হোক বা জিউ বা হিন্দু সকলেই এক। ...... আমি বিশ্বাস করি স্বাধীনতা মানুষের অধিকার এবং সব মানুষের জীবনের দাম সমান। আমার এই বিশ্বাস বদলাবে না। কেউ আমার সঙ্গে সহমত হোক বা না হোক।" আরো একজন ডাচ ফুটবলার আনোয়ার আল গাজীকে অভিনন্দন জানাই যিনি প্রতিবাদ করায় তাঁর সাথে জার্মান ক্লাব মাইনৎস চুক্তি বাতিল করেছে। তার প্রতিক্রিয়ায় তিনি বলছেন - "ন্যায়ের পক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে একা প্রতিবাদ করতে হলেও করব। গাজাতে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছে, সেগুলোর সামনে আমার জীবিকা হারানো কিছুই না।"
তাই আপনাদের মাধ্যমে গোষ্ঠ পালের সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্রকে বহন করতেই আমরা সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সঙ্গে যে সমস্ত ক্রীড়াবিদরা রয়েছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস ব্লু কাবস লিগের উদ্বোধন যুদ্ধ বিরোধী এক প্রদর্শনী ম্যাচের ( অনূর্ধ্ব আট বছর) মধ্য দিয়েই আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০টায় কলকাতার বিবেকানন্দ উদ্যানে লীগের সূচনা হবে। সকলকেই আমরা ক্লাবের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাচ্ছি। সামসুল আলম
সম্পাদক সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব।
Comments