ব্যাকয়ার্ড কাপ ২০২৩ নকআউট ফুট টেনিস ডে নাইট টুনামেন্ট শুভ উদ্ভোধন হল শুক্রবার
শুক্রবার হাওড়া পিলখানা রোডের কাছে ভাগু মোড়ে তিনদিনের নকআউট ফুট টেনিস ডে নাইট টুর্নামেন্ট ব্যাক ইয়ার্ড কাপ২০২৩ এর উদ্বোধন হয়ে গেল।সারা বাংলা থেকে মোট ৩২টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।স্বর্গীয় আয়ুব আনসারী ও ঈশা খানের স্মৃতির উদ্যোগে এই খেলার আয়োজন।মূলত ইউথ জেনারেশন কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে ক্যাশ প্রাইজ সহ অন্যান্য বিভাগে র প্রাইজ।জয়ী রা চল্লিশ হাজার ও রানার্স দল তিরিশ হাজার টাকা পাবে।২২,২৩,ও ২৪শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
Comments