বুধবার অনুসহা বিউটি ষ্টুডিও ও একাডেমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উদ্যোগে আয়োজিত হল ফ্যাশন ফিস্তা ৱ্যাম্প শো

বুধবার অনুসহা বিউটি ষ্টুডিও ও একাডেমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উদ্যোগে আয়োজিত হল ফ্যাশন ফিস্তা ৱ্যাম্প শো। এই প্রথম গোটা ইন্ডিয়াতে এই একাডেমি তরফ থেকে স্টুডেন্টদের জন্য মেকআপ কম্পিশন করা হল। কাজ শেখার পর বা যারা এই একাডেমিতে কাজ শিখতে এসেছে তাঁদেরকে আপডেট করার জন্যই এই প্রোগামে আয়োজন করা হয়েছে। এমনটাই বলেন এই একাডেমি শিক্ষিকা অনুসহা প্রামানিক।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা