Posts

লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল হোলি সম্মেলন অনুষ্ঠান

Image
এবার লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত হল হোলি প্রীতি সম্মেলন অনুষ্ঠান! উদ্যোক্তা কমল সুঙ্কর! রবিবার বড়বাজার বটতোলা স্ট্রিট সংলগ্ন একটি হলে এই অনুষ্ঠানে আয়জন করা হয়! যেখানে রাজনীতি উধে বিভিন্ন সমাজের মানুষ এসে এই অনুষ্ঠানে উপস্থিত হয়! অনুষ্ঠানে মধ্যে ছিল না পার্টি রং! বিভিন্ন রাজ্যনৈতিক মানুষের সমাগম ছিল এই অনুষ্ঠানে! একে ওপরে রং দিয়ে সৌভ্রাতৃত্ব জানাও হয় এই দিনে! শুধু তাই নয় তার সাথে ছিল ভুঁড়িভোজ! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার সজল ঘোষ, বিজয় ওঝা, কাউন্সিলার রাকেশ সিংহা, মিনা পুরোহিত, সহ্য আরও অনেকে! তবে সমগ্র অনুষ্ঠানটি কমল সুনকর ও সস্ত্রীক পিংকি সুনকর এ সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়!

কাউন্সিলার মহেশ শর্মা উদ্যোগে দেওয়া হল দুস্থ বাচ্ছাদের স্কুল ফ্রিশ ও ল্যাপটপ

Image
এবার 42 নং ওয়ার্ডে কাউন্সিলার মহেশ শর্মার উদ্যোগে দুস্থ গরিব বাচ্চাদের দেওয়া হল স্কুল ফ্রিস এবং তিন মেধাবী ছেলেমেয়েদের দেওয়া হল ল্যাপটপ! বৃহস্পতিবার সনাতন পার্কে সনিকর্টে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! এই দিন বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়! শুধু তাই নয় উদ্যোগতা কাউন্সিলারে এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিবেক গুপ্তা, অনিলা খান, কাউন্সিলার রেহানা খাতুন সহ আরও অনেক!

57 নং ওয়ার্ডে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প

Image
যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার! আবারও সরকার চালু হল এই রাজ্যে! সারা বাংলাজুড়ে বিভিন্ন জায়গায় চলছে দুয়ারে সরকারে ক্যাম্প! মেট্রোপোলিটন বাজারে সনিকর্টে ক্যাম্প হয় রবিবার! বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম নিতে দেখা যায়! এবং সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলার জীবন সাহা মহাশয়! তিনি নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিনের ক্যাম্পে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো!

লায়ন্স ক্লাব অফ কলকাতা মঙ্গলাম শ্রদ্ধা সাবুড়ি ভারত ওয়ার্শ এ উদ্যোগে আয়োজিত হল শ্যামবাবা নিশান পদযাত্রা

Image
লাইন্স ক্লাব অফ কলকাতা মঙ্গলাম শ্রদ্ধা সাবুড়ি ভারত ওয়ার্শ উদ্যোগে আয়োজিত হল শ্যামবাবা নিশান পদযাত্রা! যেখানে বহু মানুষ সামিল হয় এই পদযাত্রায়! এই পদযাত্রায় শুরু হয় পোস্তা গণেশ মন্দির থেকে ও শেষ হয় হাওড়া সিদ্ধিবিনায়ক মন্দিরে! এ বছর নিয়ে 4 বছরে পদার্পন করল তাঁদের এই পদযাত্রা! তবে পদযাত্রায় উপস্থিত ছিল 25 নং ওয়ার্ডে কাউন্সিলার রাজেশ সিনহা, লায়ন্স চেতন জৈইন, লায়ন্স আকাশ গুপ্তা, লায়ন্স আর্ভিন্ড বাজপেয়ী, লায়ন্স সুনীল গুপ্তা সহ্য আরও অনেকে!

রবিবার 24 নং ওয়ার্ডে ঘুরে ভোট পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী রাজেশ বসু

Image
রবিবার 24 নং ওয়ার্ডে পৌরসভা ভোট হল শান্তিপূর্ণভাবে! সকাল সকাল লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষজনেদের! তবে এই দিনে বিজেপি প্রার্থী রাজেশ কে বসু বুথে বুথে ঘুরে বুথ পরিদর্শন করতে দেখা যায়! বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ, সরজু পার্ক, বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বিভিন্ন বুথ ঘুরলেন প্রার্থী রাজেশ বসু! তবে এই দিন বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বুথ নং 24/3 ---24/4 সোমা সিং নামে এক মহিলা ভোট দিতে গিয়ে তিনি সমস্যায় পড়েন! পরে অবশ্য তিনি ভোট দেন! তবে এই দিনের ভোটে সাধারণ মানুষ থেকে ভোট ক্যান্ডিডেট সবাই স্যাটিসফাই! তেমনি কোনো অভাব অভিযোগ নেই এমনটাই বলেন 24নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজেশ বসু!

মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 2022 এ পুরুস্কারে মনোনিতো হলেন প্রিন্সিপাল সিমসন মুলা

Image
বৃহস্পতিবার মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড 22 আয়োজিত হল কলকাতা আই সি সি আর এ! যেখানে বহু উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট জনেরা উপস্থিত হয়! শুধু তাই নয় মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড এ পুরুস্কিত ও হন তারা! এরই মধ্যেই বেস্ট স্কুল হিসাবে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 22 এ পুরুস্কার জিতে নেয় ক্যাথেদ্রাল মিশন হাই স্কুলে প্রিন্সিপাল সিমসন মুলা! এই প্রথম তিনি এই পুরুস্কারে প্রাপ্যক হিসাবে জানান!পুরুস্কার হাতে নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান এই প্রথম আমি পুরুস্কার এই পেয়ে খুবই খুশি! আগামী দিন আরও ভালো কাজ করার উদ্দীপনা ও আগ্রহ জন্মাবে আমার! আরও অনেক ভালো কাজ করতে চাই! তবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড কমিটি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, শিক্ষিকা আমিলিয়ে, প্রফেসার অচিন্ত বিশ্বাস, সহ্য আরও বিশিষ্ট জনেরা!

60 নং ওয়ার্ডে আয়োজিত দুয়ারে সরকারে ক্যাম্প

Image
যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার! আবারও দুয়ারে সরকার চালু হল এই বাংলায়! রমরমিয়ে চলছে দুয়ারে সরকার! ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকারে ক্যাম্প! বহু মানুষ উপকৃত হচ্ছে জানায় সাধারণ মানুষ! শনিবার 60 নং ওয়ার্ডে ইসলামিয়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প! এই দিন ক্যাম্পে প্রথম থেকেই ওয়ার্ডে কাউন্সিলার ক্যাইসের জামিল দেখা যায়! তিনি নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিনের ক্যাম্পে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো! বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম নিতে দেখা যায়!