লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল হোলি সম্মেলন অনুষ্ঠান

এবার লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত হল হোলি প্রীতি সম্মেলন অনুষ্ঠান! উদ্যোক্তা কমল সুঙ্কর! রবিবার বড়বাজার বটতোলা স্ট্রিট সংলগ্ন একটি হলে এই অনুষ্ঠানে আয়জন করা হয়! যেখানে রাজনীতি উধে বিভিন্ন সমাজের মানুষ এসে এই অনুষ্ঠানে উপস্থিত হয়! অনুষ্ঠানে মধ্যে ছিল না পার্টি রং! বিভিন্ন রাজ্যনৈতিক মানুষের সমাগম ছিল এই অনুষ্ঠানে! একে ওপরে রং দিয়ে সৌভ্রাতৃত্ব জানাও হয় এই দিনে! শুধু তাই নয় তার সাথে ছিল ভুঁড়িভোজ! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার সজল ঘোষ, বিজয় ওঝা, কাউন্সিলার রাকেশ সিংহা, মিনা পুরোহিত, সহ্য আরও অনেকে! তবে সমগ্র অনুষ্ঠানটি কমল সুনকর ও সস্ত্রীক পিংকি সুনকর এ সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা