লায়ন্স ক্লাব অফ কলকাতা মঙ্গলাম শ্রদ্ধা সাবুড়ি ভারত ওয়ার্শ এ উদ্যোগে আয়োজিত হল শ্যামবাবা নিশান পদযাত্রা
লাইন্স ক্লাব অফ কলকাতা মঙ্গলাম শ্রদ্ধা সাবুড়ি ভারত ওয়ার্শ উদ্যোগে আয়োজিত হল শ্যামবাবা নিশান পদযাত্রা! যেখানে বহু মানুষ সামিল হয় এই পদযাত্রায়! এই পদযাত্রায় শুরু হয় পোস্তা গণেশ মন্দির থেকে ও শেষ হয় হাওড়া সিদ্ধিবিনায়ক মন্দিরে! এ বছর নিয়ে 4 বছরে পদার্পন করল তাঁদের এই পদযাত্রা! তবে পদযাত্রায় উপস্থিত ছিল 25 নং ওয়ার্ডে কাউন্সিলার রাজেশ সিনহা, লায়ন্স চেতন জৈইন, লায়ন্স আকাশ গুপ্তা, লায়ন্স আর্ভিন্ড বাজপেয়ী, লায়ন্স সুনীল গুপ্তা সহ্য আরও অনেকে!
Comments