মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 2022 এ পুরুস্কারে মনোনিতো হলেন প্রিন্সিপাল সিমসন মুলা
বৃহস্পতিবার মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড 22 আয়োজিত হল কলকাতা আই সি সি আর এ! যেখানে বহু উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট জনেরা উপস্থিত হয়! শুধু তাই নয় মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড এ পুরুস্কিত ও হন তারা! এরই মধ্যেই বেস্ট স্কুল হিসাবে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 22 এ পুরুস্কার জিতে নেয় ক্যাথেদ্রাল মিশন হাই স্কুলে প্রিন্সিপাল সিমসন মুলা! এই প্রথম তিনি এই পুরুস্কারে প্রাপ্যক হিসাবে জানান!পুরুস্কার হাতে নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান এই প্রথম আমি পুরুস্কার এই পেয়ে খুবই খুশি! আগামী দিন আরও ভালো কাজ করার উদ্দীপনা ও আগ্রহ জন্মাবে আমার! আরও অনেক ভালো কাজ করতে চাই! তবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড কমিটি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, শিক্ষিকা আমিলিয়ে, প্রফেসার অচিন্ত বিশ্বাস, সহ্য আরও বিশিষ্ট জনেরা!
Comments