57 নং ওয়ার্ডে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প
যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার! আবারও সরকার চালু হল এই রাজ্যে! সারা বাংলাজুড়ে বিভিন্ন জায়গায় চলছে দুয়ারে সরকারে ক্যাম্প! মেট্রোপোলিটন বাজারে সনিকর্টে ক্যাম্প হয় রবিবার! বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম নিতে দেখা যায়! এবং সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলার জীবন সাহা মহাশয়! তিনি নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিনের ক্যাম্পে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো!
Comments