কাউন্সিলার মহেশ শর্মা উদ্যোগে দেওয়া হল দুস্থ বাচ্ছাদের স্কুল ফ্রিশ ও ল্যাপটপ
এবার 42 নং ওয়ার্ডে কাউন্সিলার মহেশ শর্মার উদ্যোগে দুস্থ গরিব বাচ্চাদের দেওয়া হল স্কুল ফ্রিস এবং তিন মেধাবী ছেলেমেয়েদের দেওয়া হল ল্যাপটপ! বৃহস্পতিবার সনাতন পার্কে সনিকর্টে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! এই দিন বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়! শুধু তাই নয় উদ্যোগতা কাউন্সিলারে এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিবেক গুপ্তা, অনিলা খান, কাউন্সিলার রেহানা খাতুন সহ আরও অনেক!
Comments