Posts

Showing posts from July, 2024

শনিবার সহচরী গ্ৰুপ আয়োজন করল বর্ষাযাপন নৃত্যাঅনুষ্ঠান

Image
নৃত্য শিক্ষা হল এমন একটি অনুশীলন যেখানে শিক্ষার্থীদের শিল্পের একটি রূপ হিসাবে নৃত্য সম্পর্কে বিস্তৃত বোঝাপড়া শেখানো হয় এবং যারা নাচের বিভিন্ন ঘরানার পেশাগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। নৃত্য শিক্ষায় বিশেষ নৃত্যশিল্পী রয়েছে যারা অন্যদের নাচ শেখানোর জন্য মূল গবেষণা পরিচালনা করে। বর্তমানে, নৃত্য নিজেই শিল্প ও সঙ্গীতের একটি সহযোগী রূপ হিসাবে বিবেচিত হয় , এইভাবে আনুষ্ঠানিক শিক্ষায় নৃত্য এই শাখাগুলির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। শনিবার সহচরী গ্ৰুপ আয়োজন করল বর্ষাযাপন নৃত্যাঅনুষ্ঠান। পরিচালনায় দেবাঞ্জনা চক্রবর্তী। উত্তরপাড়া গণ্য ভবনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। নৃত্যাঅনুষ্ঠানে মধ্যে দিয়ে এক অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো। ছোট বড় প্রত্যেকে নৃত্য পারফর্মেনেস ছিল টান টান উত্তেজনা।

শনিবার সঞ্জু কুমারা রায়ে নেতৃত্বে ২১ জুলাই এ প্রস্তুতি পর্বে মিছিলে সমাবেশ

Image
রবিবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। শনিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। সেজে উঠেছে ধর্মতলা চত্বর। জোরকদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। শহিদদের পরিবারের জন্য আলাদা করে বানানো হয়েছে মঞ্চ। অন্যদিকে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আজ থেকেই শহরে জমাচ্ছেন ভিড়। পুরুলিয়া, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে হাওড়া স্টেশনে কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন। সেখান থেকে সরকারি বাসে কলকাতার অস্থায়ী ক্যাম্পের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। তাঁদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। আর তাই এই ২১ জুলাই প্রস্তুতি কে কেন্দ্র করে শনিবার ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে অথাৎ inttuc এ উদ্যোগে একটি মিছিল বেড় হয়। যেখানে নেতৃত্ব দেয় হকার্স ইউনিয়নের জেনারেল সেগেটারি সঞ্জু কুমার রায়। এই মিছিলে ওই এলাকার সমস্ত ব্যবসায়ী সাধারণ মানুষ মিছিলে পা মেলান। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য লড়াই করছেন। তাকে ধমানো যাবে না। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। মিছিলে দাঁড়িয়ে এমনি বার্তা দিলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে জেনারেল সেগেটারি সঞ্জু ক...

আনন্দ ডেইরি উচ্চ মানের পণ্য সহ কলকাতায় বিস্তৃত হয়েছে

Image
কলকাতা - আনন্দ ডেইরি লিমিটেড, ভারতের দুগ্ধ খাতে একটি সুপরিচিত দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয়কারী কোম্পানি। তারা সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের পবিত্র ভূমিতে আনন্দের উচ্চ মানের দুগ্ধজাত পণ্য যেমন পনির, স্বাদযুক্ত দুধ ইত্যাদি চালু করেছে। আনন্দ ডেইরি কোম্পানির খাঁটি এবং স্বাস্থ্যকর পণ্যগুলি খুব অল্প সময়ের মধ্যেই কলকাতার ভোক্তাদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে, যার ফলশ্রুতিতে আজ আনন্দ ডেইরির চেয়ারম্যান ডাঃ রাধেশ্যাম দীক্ষিত বলেছেন যে আনন্দ ডেইরির পণ্যগুলি সমস্ত স্বাস্থ্যকর এবং উচ্চ মানের। তিনি আরও উল্লেখ করেছেন যে সেগুলি এখন কলকাতা শহর জুড়ে হাজার হাজার দোকানে পাওয়া যায়। বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শত শত যুবকের কর্মসংস্থানও করেছে আনন্দ ডেইরি। ভোক্তাদের এই ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে আনন্দ ডেইরির মনোবল বেড়েছে। ফলস্বরূপ, আনন্দ ডেইরি সমগ্র পশ্চিমবঙ্গে একটি আগ্রাসী সম্প্রসারণ নীতি গ্রহণ করেছে, যার অধীনে এটি আগামী সময়ে ও লক্ষ লিটার দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় দুই হাজার যুবক কর্মসংস্থান পা...

বঙ্গীয় সঙ্গীত পরিষদে পরিচালনায় আয়োজিত হল আর্ট এক্সিবিশন

Image
বঙ্গীয় সঙ্গীত পরিষদে পরিচালনায় আয়োজিত হল ২৭ত্তম অ্যানুয়াল এক্সিবিশন অফ পেইন্টিংস আর্ট এক্সিবিশন। একাডেমি অফ ফাইন আর্টস কলকাতা, সেন্ট্রাল সাউথ গ্যালারিতে এই এক্সিবিশনে আয়োজন করা হয়। রাজ্যে বিভিন্ন জায়গায় থাকা শিল্পীদের ছবি নিয়ে এই প্রদর্শনীতে এক নতুন চমক দিয়েছে। প্রদর্শনী হয় ১১ই জুলাই থেকে ১৯ শে জুলাই পর্যন্ত। দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। বিভিন্ন ধরনের ছবিতে দর্শকদের মন ছুঁয়ে গেছে। ঠিক তেমনি তাঁদের পছন্দ মত ছবি কিনতে ও ভুলছেন না তারা। তবে অনুষ্ঠানে উদ্যোগে রয়েছে যারা, তারা হলেন প্রেসিডেন্ট সুনীত কুমার চ্যাটার্জী, সেক্রেটারি নুপুর গাঙ্গুলী, ট্রেজার শ্যামল গাঙ্গুলী, রেজিস্ট্রের শ্যামল লাহিড়ী, এবং সদস্য রয়েছে ডক্টর বিবেকানন্দ মুখার্জী, মধুমিতা ঘোষ, অমিতাভ ভট্টাচাৰ্য, মিত্রা গাঙ্গুলী, শ্যামল দত্ত, ও হেড অফ ডিপার্টমেন্ট এ রয়েছেন পেইন্টিং বিরাজ কুমার পাল সহ্য আরও অনেকে।

এক্সপ্লোডিয়া ২.০ - বার্ষিক ফ্যাশন এবং লাইফস্টাইল প্রদর্শনী

Image
কলকাতা - ফ্যাশন এবং ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একটি বিশিষ্ট নাম এনআইএফডি গ্লোবাল সল্টলেক গর্বিতভাবে তার আসন্ন বার্ষিক ফ্যাশন এবং লাইফস্টাইল প্রদর্শনী 'এক্সপ্লোডিয়া ২.০ ঘোষণা করেছে৷ অনুষ্ঠানটি এনআইএফডি গ্লোবাল সল্টলেক ক্যাম্পাসে ১৯ এবং ২০ জুলাই-এ অনুষ্ঠিত হবে। এনআইএফডি গ্লোবাল সল্টলেক শিল্পসত্তার-এর অ্যাকাডেমিক ডেলিভারি, অত্যাধুনিক পরিকাঠামো, গ্লোবাল এক্সপোজার এবং এর জন্য 'ভারতের একমাত্র প্ল্যাটিনাম সেন্টার' হিসাবে বিখ্যাত। লাইফটাইম প্লেসমেন্ট সাপোর্ট-এর মাধ্যমে এনআইএফডি গ্লোবাল সল্টলেক সৃজনশীলতার জগতে মানদণ্ড নির্ধারণ করে চলেছে। এই বছরের ‘এক্সপ্লোডিয়া ২.০’ তাদের শিক্ষার্থী ডিজাইনারদের একাডেমিক অগ্রগতি তুলে ধরবে, যারা পাঠ্যক্রমের মাধ্যমে অর্জিত তাদের জ্ঞান এবং সৃজনশীলতা প্রদর্শন করবে। ১৯ জুলাই দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী পারিজাত চৌধুরী। উদ্বোধনের পর, সম্মানিত প্যানেলিস্টদের নিয়ে 'ফ্যাশন অ্যাজ এ এক্সপ্রেশন' বিষয়ক একটি সেমিনার হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার সাবর্ণী দাস, প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপরাজি...

বৃহস্পতিবার UCF উদ্যোগে আয়োজিত হল দ্যা ট্যালেন্ট হান্ট কুকিং কম্পিটিশন শো

Image
বৃহস্পতিবার ইউনিভার্সাল সেভ ফেডারেশনে উদ্যোগে আয়োজিত হল দ্যা ট্যালেন্ট হান্ট কুকিং কম্পিটিশন শো। এটি প্রথম হয়ে ছিল চুঁচুড়াতে। যা সাফল্যেরে মুখ দেখে ছিল এই শো। কলকাতা এলাহী লাক্সরি ডাইনিং এ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কলকাতা এবং রাজ্যেরে বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে এখানে। রান্না যাবতীয় জিনিস নেস্টেল মিষ্টি বক্স চ্যালেঞ্জ ও ucf যৌথ ভাবে সব কিছু স্পন্সার করেন। গিফট স্পন্সর করেন বিগ নেস্টেল ট্রাই ও গুডয়ে বেগস,ফার্ম টু হোম শপ অয়েল, তাও ডিস ওয়াশর, প্রতিভা প্রকাশনি। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু গৃহিনীরা সেভ হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে ইউনিভার্সাল সেভ ফেডারেশন।

ডাঃ সৌম্য চক্রবর্তী ভেলিস সম্পর্কে আলোচনা করেছেন যা হাঁটু প্রতিস্থাপনের জন্য একটি অত্যাধুনিক রোবোটিক সহায়ক

Image
ডাঃ সৌম্য চক্রবর্তী গর্বিতভাবে ফোর্টিস হাসপাতাল আনন্দপুরে হাঁটু প্রতিস্থাপনের জন্য একটি অত্যাধুনিক রোবোটিক-সহায়ক ভেলিস চালু করার ঘোষণা করেছেন। এটি কলকাতায় প্রথম রোবট যে সমস্ত রোগীদের মোট বা আংশিক হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয় তাদের জন্য উল্লেখযোগ্য সুবিধার প্রতিশ্রুতি দেয়, অদূর ভবিষ্যতে নিতম্ব প্রতিস্থাপনের জন্য বিশেষ সফ্টওয়্যার চালু করার পরিকল্পনার রাখছে। অর্থোপেডিক রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারে অসংখ্য সুবিধা প্রদান করে, যার মধ্যে সমস্ত হাড় কাটা এবং ইমপ্লান্ট অবস্থানের কৌশলের কারণে সুনির্দিষ্ট এবং নির্ভুল অস্ত্রোপচার পদ্ধতি রয়েছে। রোগীরা হাঁটাচলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গতি অনুভব করে, পুনরুদ্ধারের সময় অস্বস্তি এবং ফ্যাট এমবোলিজমের মতো জটিলতার ঝুঁকি হ্রাস করা। প্রযুক্তিটি উন্নত সারিবদ্ধকরণ এবং ইমপ্লান্টকে দীর্ঘ দিন কাজ করার জন্য সক্রিয় রাখে, নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হাসপাতালে থাকার সময়সীমা কমায়। উপরন্তু, অস্ত্রোপচার পদ্ধতি সহজ করা হয়েছে কারণ যন্ত্রের প্রয়োজন হয় না। ২০২১ সালে বিশ্বব্যাপী মূল বাজারে এর প্রবর্তনের পর থেকে, রোবটটি বেশ কয়েকটি উ...

মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রোজা মহরম পালন

Image
মহরম মাসে যুদ্ধ নিষিদ্ধ এবং ইসলামের আবির্ভাবের আগে থেকেই তা হয়ে আসছে। মুহাররম শব্দটি "মুহাররম সফর" এর জন্য সংক্ষিপ্ত । ' পবিত্র সাফার ' ), যা প্রাচীন আরব ক্যালেন্ডারে সাফার প্রথম, যা পবিত্র ছিল এবং দ্বিতীয় সফরের মধ্যে পার্থক্য করে, যা ছিল না। সময়ের সাথে সাথে, মহররম বিশেষণটি নিজেই বছরের প্রথম মাসের নাম হয়ে ওঠে। মঙ্গলবার মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রোজা রেখে মহরম পালন করা হল নিউ মার্কেট চত্বরে। পাশাপাশি খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তোষ সাহা, মোহম্মদ আশ্রস্ফ, মাশুর আহমেদ কামাল, মোহাম্মদ ইন্তেজার, টেজার নূর জাহান বেগম, জাহিস খান, মোহাম্মদ জাফর খান সহ আরও অনেকে।

স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে বাচ্ছাদের খাতা, বই বিতরণ

Image
ব্যক্তিগত সামাজিক পরিষেবা বা সামাজিক কল্যাণ পরিষেবাও বলা হয়, সামাজিক কাজ দারিদ্র্য বা অন্যান্য কষ্টে ভুগছেন এমন লোকদের সাহায্য করার সাথে সম্পর্কিত বিভিন্ন কাজকে অন্তর্ভুক্ত করে। এই ধরনের কষ্টের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক অসুস্থতা, বেকারত্ব, মাদক বা অ্যালকোহল নির্ভরতা, শিশু নির্যাতন বা অবহেলা, গার্হস্থ্য সহিংসতা, গৃহহীনতা, অপরাধ এবং অবাঞ্ছিত গর্ভাবস্থা। প্রশিক্ষিত পেশাদাররা যারা এই সমস্যাগুলি মোকাবেলা করতে সাহায্য করে তাদের মধ্যে রয়েছে সামাজিক কেসওয়ার্কার, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্কার, স্কুল সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের অ্যাডমিনিস্ট্রেটর এবং সামাজিক গবেষক এবং নীতিনির্ধারক৷ শুক্রবার স্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল ছোট ছোট বাচ্ছাদের খাতা, বই বিতরণ অনুষ্ঠান। সমাজের স্বার্থে সামাজিক মূলক কাজ করে থাকেন এই সংস্থা। তারা জানান কয়েক দিন পরে দুঃস্থ মানুষদের খাবারে ব্যবস্থাও করবেন তারা। তবে এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাসসেবী মিতা চক্রবর্তী, পাপান এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। সঞ্জিত দে, দীপক...

রথযাত্রা উপলক্ষে ডমরু নিনাদে পরিচালনায় নৃত্য অনুষ্ঠান

Image
নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়। গীতবাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের ললিত কলাই নৃত্য বা নাচ। নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতত্ত্বিক, শৈল্পিক এবং নৈতিক বিষয়ের উপর। বুধবার ডমরু নিনাদ পরিচালনায় রথযাত্রা উৎসব উপলক্ষে উত্তরপাড়া গণ ভবনে একটি নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জগন্নাথ দেব কিভাবে পূজিত হয় সেই কাহিনী নিয়ে সমগ্র নৃত্য অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই নৃত্য অনুষ্ঠানে মধ্যে দিয়ে। যা চোখে পড়ার মত। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীতা আইচ ভৌমিক, রাহুল দেব মন্ডল, সুচিস্মিতা চক্রবর্তী কাঞ্জিলাল, পারমিতা ব্যানার্জী, দেবস্মিতা মুখার্জী ব্যানার্জী, কুশল ভট্টাচাৰ্য দেবারতি দাসগুপ্ত সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে উদ্যোগে রয়েছেন সোমা দাসগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট শুভাশিস দত্ত, সেক্রেটারি অলোক দাসগুপ্ত

নিউ সীড ফাউন্ডেশন ও কোমর পাড়া অধিবাসীবৃন্দ মিলিত রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবির

Image
১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়। দেশের প্রথম ব্লাড ব্যাঙ্কটি কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন এন্ড পাবলিক হেলথ এ স্থাপিত হয় এবং রেড ক্রস পরিচালিত হয়। রক্তদাতারা বেশিরভাগ সরকারি কর্মচারী এবং এংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষ মানবতার কারণের জন্য রক্ত ​​দান করেছে। যুদ্ধের পরে স্বেচ্ছাসেবী দাতাগণের সংখ্যা হ্রাস পায় এবং রক্তদানকারীদের দান করা হতো। ১৯৫৪ সালে মুম্বাইয়ে সোনালী রক্তদান ক্যাম্পে লীলা মৌলগ্নকার শুরু করেছিলেন। ১৯৬০-এর দশকে অনেকগুলি রক্তবর্ণ ব্যাংক বিভিন্ন শহরে খোলা দেখেছিল। ১৯৭৫ সালে তার দায়িত্ব পালনকালে, জন্মাজী জলি, ভারতীয় সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউজেন এবং ইমিউনোহাইম্যাটোলজি'র সভাপতি অক্টোবর 1 তারিখে জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবসের কথা ঘোষণা করেন, যা সারা দেশ জুড়ে দেখা যায়। রবিবার নিউ সীড ফাউন্ডেশন ও কোমর পাড়া অধিবাসীবৃন্দ মিলিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। যেখানে এই দিন দেখা বহু মানুষকে রক্ত দিতে। উদ্যোগে রয়েছে বিশিষ্ট সমাজসেবী রাহুল দাস ও সহযোগিতা...

রবীন্দ্র সরোবর বাংলার গর্ব একে ক্লাবের সম্পত্তি করা চলবে না

Image
রবীন্দ্র সরোবর বাংলার গর্ব একে ক্লাবের সম্পত্তি করা চলবে না। এমনি দাবী নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কালচারাল এন্ড লিটেরারি ফোরাম।তারা জানান রবীন্দ্র সরবর টাকে রবীন্দ্র সরবর হিসাবে দেখতে চাই। এটা মানুষের বিজনেসের জায়গা নয়। এখানে যারা ক্লাব করেছে তারা সবাই বিসনেস কেউ দুঃস্থ বাচ্ছাদের খেলা শেখায় না। রবীন্দ্র সরবরে মূল হয় না। রবীন্দ্র সরবর সকলে জায়গা এখানে সবাই আসবে। আমরা এটাই চাই। এবং আমরা kMDA কে এটাই বলেছি। কিন্তু KMDA নিজের স্বার্থটাই দেখছে এই সমস্যা গুলো গুরত্ব দিচ্ছে না। তবে এছাড়াও বেশ কিছু ইনলিগ্যাল কাজের অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তারা। তারা এটাও জানান আগামী ১০ দিনের মধ্যে তাঁদের দাবী গুলো না মানা হয়, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনেনামবো। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিয়ারি, সুমিতা ব্যানার্জী, সমীর বস, সোমেন্দ্রমোহন ঘোষ, অমিতাভ চক্রবর্তী এছাড়াও অনেকে।

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

Image
দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা “তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র”, গ্রাম-গেঁটেগোড়ী, পোষ্ট-পলাশী, থানা-ধনিয়াখালি, জেলা-হুগলী, পিন-৭১২৩০৩ (পঃ বঃ) সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হল। এর ফলে সংস্থার সাথে যুক্ত কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষাও পূর্নতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় দশ হাজার (১০০০০) কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে সংস্থার সাথে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যতেও তৈরি করে নিয়েছেন । হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ । সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক, মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন সেটি অনেকাংশেই বিরল থেকে বিরলতর ঘটনা । যার ফলস্বরুপ সমস্তকিছু নিয়মনীতি মেনে ২০২৪ সালের মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছেন, ধাপে ধাপে গতিও বেড়েছে । আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় প্রত্যেকেই যারা সংস্থার ...