মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রোজা মহরম পালন

মহরম মাসে যুদ্ধ নিষিদ্ধ এবং ইসলামের আবির্ভাবের আগে থেকেই তা হয়ে আসছে। মুহাররম শব্দটি "মুহাররম সফর" এর জন্য সংক্ষিপ্ত । ' পবিত্র সাফার ' ), যা প্রাচীন আরব ক্যালেন্ডারে সাফার প্রথম, যা পবিত্র ছিল এবং দ্বিতীয় সফরের মধ্যে পার্থক্য করে, যা ছিল না। সময়ের সাথে সাথে, মহররম বিশেষণটি নিজেই বছরের প্রথম মাসের নাম হয়ে ওঠে। মঙ্গলবার মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রোজা রেখে মহরম পালন করা হল নিউ মার্কেট চত্বরে। পাশাপাশি খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তোষ সাহা, মোহম্মদ আশ্রস্ফ, মাশুর আহমেদ কামাল, মোহাম্মদ ইন্তেজার, টেজার নূর জাহান বেগম, জাহিস খান, মোহাম্মদ জাফর খান সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা