বৃহস্পতিবার UCF উদ্যোগে আয়োজিত হল দ্যা ট্যালেন্ট হান্ট কুকিং কম্পিটিশন শো

বৃহস্পতিবার ইউনিভার্সাল সেভ ফেডারেশনে উদ্যোগে আয়োজিত হল দ্যা ট্যালেন্ট হান্ট কুকিং কম্পিটিশন শো। এটি প্রথম হয়ে ছিল চুঁচুড়াতে। যা সাফল্যেরে মুখ দেখে ছিল এই শো। কলকাতা এলাহী লাক্সরি ডাইনিং এ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কলকাতা এবং রাজ্যেরে বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে এখানে। রান্না যাবতীয় জিনিস নেস্টেল মিষ্টি বক্স চ্যালেঞ্জ ও ucf যৌথ ভাবে সব কিছু স্পন্সার করেন। গিফট স্পন্সর করেন বিগ নেস্টেল ট্রাই ও গুডয়ে বেগস,ফার্ম টু হোম শপ অয়েল, তাও ডিস ওয়াশর, প্রতিভা প্রকাশনি। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু গৃহিনীরা সেভ হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে ইউনিভার্সাল সেভ ফেডারেশন।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা