রবীন্দ্র সরোবর বাংলার গর্ব একে ক্লাবের সম্পত্তি করা চলবে না

রবীন্দ্র সরোবর বাংলার গর্ব একে ক্লাবের সম্পত্তি করা চলবে না। এমনি দাবী নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কালচারাল এন্ড লিটেরারি ফোরাম।তারা জানান রবীন্দ্র সরবর টাকে রবীন্দ্র সরবর হিসাবে দেখতে চাই। এটা মানুষের বিজনেসের জায়গা নয়। এখানে যারা ক্লাব করেছে তারা সবাই বিসনেস কেউ দুঃস্থ বাচ্ছাদের খেলা শেখায় না। রবীন্দ্র সরবরে মূল হয় না। রবীন্দ্র সরবর সকলে জায়গা এখানে সবাই আসবে। আমরা এটাই চাই। এবং আমরা kMDA কে এটাই বলেছি। কিন্তু KMDA নিজের স্বার্থটাই দেখছে এই সমস্যা গুলো গুরত্ব দিচ্ছে না। তবে এছাড়াও বেশ কিছু ইনলিগ্যাল কাজের অভিযোগ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তারা। তারা এটাও জানান আগামী ১০ দিনের মধ্যে তাঁদের দাবী গুলো না মানা হয়, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনেনামবো। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিয়ারি, সুমিতা ব্যানার্জী, সমীর বস, সোমেন্দ্রমোহন ঘোষ, অমিতাভ চক্রবর্তী এছাড়াও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা