রথযাত্রা উপলক্ষে ডমরু নিনাদে পরিচালনায় নৃত্য অনুষ্ঠান
নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়। গীতবাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের ললিত কলাই নৃত্য বা নাচ। নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতত্ত্বিক, শৈল্পিক এবং নৈতিক বিষয়ের উপর। বুধবার ডমরু নিনাদ পরিচালনায় রথযাত্রা উৎসব উপলক্ষে উত্তরপাড়া গণ ভবনে একটি নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জগন্নাথ দেব কিভাবে পূজিত হয় সেই কাহিনী নিয়ে সমগ্র নৃত্য অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই নৃত্য অনুষ্ঠানে মধ্যে দিয়ে। যা চোখে পড়ার মত। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীতা আইচ ভৌমিক, রাহুল দেব মন্ডল, সুচিস্মিতা চক্রবর্তী কাঞ্জিলাল, পারমিতা ব্যানার্জী, দেবস্মিতা মুখার্জী ব্যানার্জী, কুশল ভট্টাচাৰ্য দেবারতি দাসগুপ্ত সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে উদ্যোগে রয়েছেন সোমা দাসগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট শুভাশিস দত্ত, সেক্রেটারি অলোক দাসগুপ্ত
Comments