শনিবার সঞ্জু কুমারা রায়ে নেতৃত্বে ২১ জুলাই এ প্রস্তুতি পর্বে মিছিলে সমাবেশ

রবিবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। শনিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। সেজে উঠেছে ধর্মতলা চত্বর। জোরকদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। শহিদদের পরিবারের জন্য আলাদা করে বানানো হয়েছে মঞ্চ। অন্যদিকে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আজ থেকেই শহরে জমাচ্ছেন ভিড়। পুরুলিয়া, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে হাওড়া স্টেশনে কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন। সেখান থেকে সরকারি বাসে কলকাতার অস্থায়ী ক্যাম্পের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। তাঁদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। আর তাই এই ২১ জুলাই প্রস্তুতি কে কেন্দ্র করে শনিবার ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে অথাৎ inttuc এ উদ্যোগে একটি মিছিল বেড় হয়। যেখানে নেতৃত্ব দেয় হকার্স ইউনিয়নের জেনারেল সেগেটারি সঞ্জু কুমার রায়। এই মিছিলে ওই এলাকার সমস্ত ব্যবসায়ী সাধারণ মানুষ মিছিলে পা মেলান। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য লড়াই করছেন। তাকে ধমানো যাবে না। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। মিছিলে দাঁড়িয়ে এমনি বার্তা দিলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে জেনারেল সেগেটারি সঞ্জু কুমার রায়।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা