Posts

Showing posts from May, 2024

দমদম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সৌগত রায় ও বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে প্রচার

Image
আসন্ন দমদম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সৌগত রায় ও বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে ২৭নং ওয়ার্ডে একটি কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের কর্মীবৃন্দরা ও বহু সাধারণ মানুষ। প্রচারে ২৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। সায়ন্তিকা মানুষের কাছে ভালো সারা পাচ্ছে, মানুষের সাথে মিশছেও। মেয়েটি মানুষের জন্য কাজ করার ইচ্ছাও আছে। এদিকে সৌগত দাও বিপুল ভোটে জয় যুক্ত হবে। এমনটাই মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন ২৭নং ওয়ার্ডে পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন।

উত্তর কলকাতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে মিছিল

Image
উত্তর ভারত গড়ার লক্ষ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এ সমর্থনে শনিবার বড়বাজার গণেশ টকিজের সামনে থেকে একটি মিছিল বের হয়। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, স্বপন বর্মন, এছাড়াও ছিলেন দলীয় কর্মীরা সঞ্জু বর্মন, সন্দীপ সিং, রঘুনাথ আগোয়াল, পবন শর্মা, সৌরভ, সুশীল কোঠারি, সুমিত শর্মা, সহ আরও অনেকে। তবে মিছিলে নারী পুরুষ অভয় বহু মানুষকে একসাথে পা মেলাতে দেখা যায়।মানুষের সাথে আছি, আগামী দিনও থাকবো। এমনটাই মিছিলের মধ্যে দিয়ে বার্তা দিলেন উত্তর কলকাতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেসে প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সমর্থনে মিছিল

Image
লোকসভা নির্বাচন চলছে তারই মধ্যে যেখানে যেখানে নির্বাচন হয়নি, সেখানে ভোটে প্রচার চলছে তুঙ্গে। অলিতে গলিতে মিটিং, মিছিল কর্মীসভা চলছে জোর কদমে। শুক্রবার দেশের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি লুঠ, কাজ, শিক্ষা, নারীর অধিকার ও সন্মান রক্ষার লড়াইকে জোরদার করতে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এ সমর্থনে একটি মিছিল বেড় হয় বেলেঘাটা ডিডি হেলথ হোমের সামনে থেকে। শেষ হয় সিয়াই ডি মোড়ে সামনে। এই মিছিলে মহিলা, পুরুষ সবাইকে একই সঙ্গে পা মেলাতে দেখা যায়। শাসকের দুর্নীতি ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের আওয়াজ তোলে এই মিছিলের মধ্যে দিয়ে। মিছিলে উপস্থিত ছিলেন রাজীব বিশ্বাস, সঞ্জয় পাত্র, সজল রায় চৌধুরী, বাসন্তী দাস,মনীষা বিশ্বাস,জ্যোৎস্নাসুরাণা,সোমা বোস,জবা সরকার,রাসুদি,অপর্ণা বিশ্বাস,সত্যজিৎ রায়, সহ আরও অনেকে।

১০১নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে কর্মীসভা

Image
আসন্ন যাদবপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমথনে মঙ্গলবার ১০১নং ওয়ার্ডে একটি কর্মীসভা আয়োজন করা হয়। বৈশাখী ক্লাবের সন্নিকটে এই কর্মীসভা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। সভাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, ঋতব্রত মজুমদার,১০১নং ওয়ার্ডে পৌরপিতা ব্যাপাদিত্য দাসগুপ্ত সহ আরও অনেকে। মানুষের জন্য কাজ করতে চাই। তাই সবাই আমাকে দুই হাত ভরে আশীর্বাদ করুন। আমি যাদুবপুরে মেয়ে, তাই বিপদে আপদে সব সময় আপনাদের পাশেই থাকবো। এমনটাই বলেন প্রার্থী সায়নী ঘোষ।

শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে শীতলা স্পোটিং ক্লাবের বেশ কয়েকদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান

Image
রবিবার শীতলা স্পোটিং ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে আয়োজিত হল সকালে ব্লার্ড ডোনেশন ক্যাম্প ওসন্ধ্যায় মায়ের গান। শুধু এই দিন নয় বেশ কয়েকদিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান।বাউল গান, বুগি বুগি, সংস্কৃতি ও বিচিত্রা অনুষ্ঠান, এবং ভোগ খাওয়ানো। তবে এদের পুজো এবছর বিশেষ আকর্ষণ হল সন্ধ্যাকালীন মেলা। মেলাতে রয়েছে নানা ধরনের দোকানপাঠ, বাচ্চাদের খেলার জন্য নানা ধরনের দোলনা, সব মিলিয়ে মেলা হয়ে উঠেছে জমজমাট। উদ্যোগক্তারা জানান এবছর আমরা যা করেছি আগে বছর চেষ্টা করবো মেলাটাকে আরও বড় করে করতে। ২২/৬, মহাত্মা শিশির কুমার সরণী,বেশ কয়েকদিনের এই অনুষ্ঠান গুলি মানুষকের কাছে হয়ে উঠবে অতিজনপ্রিয়। একটা সময় ছিল এই এলাকায় অনুন্নত। না ছিল রাস্তাঘাট, না ছিল মানুষের কাছে কোনো কিছুরি পরিষেবা। আজ যা মানুষ কাছে আছে,তা বিগত কয়েক বছর আগে মানুষের কাছে ছিল ধরাছোঁয়া বাইরে। এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তাই কাজের মানুষ কাছের মানুষ ১২নং ওয়ার্ডে পৌরমাতা মিনাক্ষী গঙ্গোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ করেছে এলাকার মানুষ। বলেন এলাকার বাসিন্দারা ।

ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে জল, বাতাসা বিতরণ

Image
শুক্রবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে বেহালা থানার সন্নিকটে পথচারী মানুষ,ও যানবাহন চলাকারী সাধারণ মানুষ এবং অটোচালকদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে প্রায় ৫ হাজার মানুষের জন্য সরবত, বাতাসা, ছোলা বিতরণ করা হয়। শুধু এটা প্রথম নয় সামাজিক কাজে মানুষের স্বার্থে সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশন। মানুষের পাশে দাঁড়ানোটাই এদের একান্ত কাম্য হয়ে উঠছে। রাজনীতি রং ছাড়াই এগিয়ে চলছে এই সংস্থা। এই সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা চেষ্টা করি গরীব মানুষদের পাশে দাঁড়ানো। যাতে তাঁদেরকে একটু সাহায্য করতে। আগামী দিন এই ভাবে মানুষরে জন্য কাজ করবো। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই সংস্থার সমস্ত সদস্যদের পরিশ্রমে এই কাজ গুলো আমরা করতে পারি। মহিলা, পুরুষের উভয়ে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি।

সমাজসেবী নাগেশ সিং উদ্যোগে ভোগ বিতরণ

Image
বুধবার বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী ও বিশ্ব শান্তি মা কালীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভোগ বিতরণ করলেন কয়েকশো মানুষের। এই প্রথম নয় মাসে দুইবার করে অম্বষা উপলক্ষে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে। পাশাপাশি সমাজের স্বার্থে বিভিন্ন সময় মানুষের জন্য করেন তিনি। তিনি বলেন আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে তাই করি। আর আমার এই কাজের প্রেরণা দেন সন্তোষ পাঠক। তার দেখানো পথে আমরা চলছি। তবে এই দিন কয়েক শো মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ খেতে দেখা যায়। ভোগে ছিল সুস্বাদ্ধ খিচুড়ি, পোলাও তরকারি, মিষ্টি। নিজের হাতে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে।
Image
TMC's goons extort money from poor laborers and hand it over to the nephew. Make BJP victorious, and we'll put an end to this menace." - Amit Shah Entering the Lok Sabha elections, with a guarantee of victory, Amit Shah, the star campaigner of the Bharatiya Janata Party and the Union Home Minister, addressed a massive public meeting in the Bardhaman-Durgapur Lok Sabha constituency of West Bengal on Monday. In which, he took a strong stance against Mamata Banerjee and her nephew Abhishek Banerjee. During this, he launched a scathing attack on Mamata Banerjee regarding the corruption, electoral violence, and looting taking place in Bengal, saying that today, TMC goons in Bengal extort the labor of poor workers and hand over the money to Mamata Didi's nephew. But you give 30 Lok Sabha seats to the Bharatiya Janata Party in Bengal. Form a BJP government here. The BJP government will hang these goons of Didi upside down and set them straight completely. It is now evident...
Image
Rahul Baba is running from one place to another to contest elections: Amit Shah No problem with the seat, problem lies with Rahul, wherever he goes, he will lose Union Home Minister and Minister of Cooperation and senior Bharatiya Janata Party leader Amit Shah addressed a massive public meeting organised in Daman and Diu during the third phase of the Lok Sabha elections, targeting the Congress, especially Rahul Gandhi. Considered a school of politics in himself, Amit Shah clearly stated that, 'Rahul Baba is running from one place to another to contest elections. There is no problem with the seat, the problem lies with Rahul, wherever he goes, he will lose.' Amethi and Rae Bareli have traditionally been strongholds for the Congress. The current state of the Congress is such that after losing in Amethi, Rahul Gandhi is attempting to contest from Wayanad, and now in 2024, he is going to contest from Rae Bareli. Those with a basic understanding of politics believe that Rahul G...

ডায়মন্ড হারবার পূর্ব পাড়া জটাধারিতলায় মাদ্রাসা বন্ধ করে কারখানা তৈরী করা অভিযোগ এক ব্যবসায়ী বিরুদ্ধে

Image
ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিরামপুর, পূর্ব পাড়া জটাধারিতলা, স্থানীয় মানুষের অভিযোগ মাদ্রাসা বন্ধ করে, E-Waste Solution, একটি কোম্পানি খুলে ব্যবসা করছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আবু তাহের ছোট ছেলে জিয়াউল হক।এলাকাবাসীদের অভিযোগ গরিব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতেন আচমকায় উনি এটি বন্ধ করে দেওয়ায় এলাকার গরীব ছেলে মেয়েদের দূর-দূরান্তে পড়তে যেতে হয়।ফলপ্রসূত অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। মূলত তারা আরো অভিযোগ করছেন, উনার এই ব্যবসার ফলে এলাকা আশেপাশের থাকা বাড়ির লোকজনেরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন।বর্তমান কারখানার গন্ধের জন্য, কেমিক্যালের প্রভাবের জন্য নাকে মার্কস পরে কাজ করতে হয়। অথচ জনবসতি এলাকার মধ্যে চলছে এই ব্যবসা।চর্মরোগ,শ্বাসকষ্ট জনিত কারণে ভুগছেন গ্রামের কয়েকশো মানুষ। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ,এলাকার সদস্যর কাছে, বিডিও অফিস, লোকাল থানা বজবজে ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী শেখ জুম্মান ও সাবিনা ইয়াসমিন।অনেকেই ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন।জিয়াউল বাবু এলাকায় যথেষ্ট প্রভাবশালী,...
Image
Politics has descended to the lowest level ever since Rahul Gandhi took charge of the Congress: Amit Shah The Lok Sabha election campaign is at its peak across the country. All parties have entered into the arena with allegations and counter-allegations. Union Home and Cooperation Minister, as well as star campaigner for the Bharatiya Janata Party, Amit Shah, is actively involved in election campaigning with fervor, presenting the achievements of the past 10 years and the agenda for the next 25 years. Shri Amit Shah addressed a significant press conference organized at the BJP's state office in Guwahati, Assam, where he made it clear that "Rahul Gandhi has only lowered the level of politics after taking charge of the Congress." For the past 20 years, Congress has been launching Rahul Gandhi, but the prince of the Congress has proven himself to be ineffective every time. Preventing discussions in the Lok Sabha, boycotting debates in the Rajya Sabha, and spreading basele...
Image
Ralliwolf, pioneer of Powertools in India started its journey in 1950s and with 60+ years of service to industries, artisans with expanded product range of various power tools, cordless tools, pneumatic tools, welding machines and farm equipment is part of the HMP Group of Kolkata having its factory in Ahmednagar, Maharashtra has mooted the idea of a corporate cricket tournament involving all reputed brands of the industry in Spring Club , Kolkata on 1st May 2024. Eight ight teams comprising of Bosch, Stanley Black and Decker, Hi-Koki, KPT, Polymak Planet Power and two team of Ralliwolf are participating in this tournament. All participants are excited and enthusiastic about the event and guests have appreciated the ideas and initiative behind this event. The organisers Ralliwolf Industries Limited has declared that this event will be a regular annual event bringing the dealers and “power tools” communities closer in a fun and friendship environment. Owner Saurabh Poddar has ...