শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে শীতলা স্পোটিং ক্লাবের বেশ কয়েকদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান

রবিবার শীতলা স্পোটিং ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে আয়োজিত হল সকালে ব্লার্ড ডোনেশন ক্যাম্প ওসন্ধ্যায় মায়ের গান। শুধু এই দিন নয় বেশ কয়েকদিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান।বাউল গান, বুগি বুগি, সংস্কৃতি ও বিচিত্রা অনুষ্ঠান, এবং ভোগ খাওয়ানো। তবে এদের পুজো এবছর বিশেষ আকর্ষণ হল সন্ধ্যাকালীন মেলা। মেলাতে রয়েছে নানা ধরনের দোকানপাঠ, বাচ্চাদের খেলার জন্য নানা ধরনের দোলনা, সব মিলিয়ে মেলা হয়ে উঠেছে জমজমাট। উদ্যোগক্তারা জানান এবছর আমরা যা করেছি আগে বছর চেষ্টা করবো মেলাটাকে আরও বড় করে করতে। ২২/৬, মহাত্মা শিশির কুমার সরণী,বেশ কয়েকদিনের এই অনুষ্ঠান গুলি মানুষকের কাছে হয়ে উঠবে অতিজনপ্রিয়। একটা সময় ছিল এই এলাকায় অনুন্নত। না ছিল রাস্তাঘাট, না ছিল মানুষের কাছে কোনো কিছুরি পরিষেবা। আজ যা মানুষ কাছে আছে,তা বিগত কয়েক বছর আগে মানুষের কাছে ছিল ধরাছোঁয়া বাইরে। এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তাই কাজের মানুষ কাছের মানুষ ১২নং ওয়ার্ডে পৌরমাতা মিনাক্ষী গঙ্গোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ করেছে এলাকার মানুষ। বলেন এলাকার বাসিন্দারা ।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা