ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে জল, বাতাসা বিতরণ
শুক্রবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে বেহালা থানার সন্নিকটে পথচারী মানুষ,ও যানবাহন চলাকারী সাধারণ মানুষ এবং অটোচালকদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে প্রায় ৫ হাজার মানুষের জন্য সরবত, বাতাসা, ছোলা বিতরণ করা হয়। শুধু এটা প্রথম নয় সামাজিক কাজে মানুষের স্বার্থে সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশন। মানুষের পাশে দাঁড়ানোটাই এদের একান্ত কাম্য হয়ে উঠছে। রাজনীতি রং ছাড়াই এগিয়ে চলছে এই সংস্থা। এই সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা চেষ্টা করি গরীব মানুষদের পাশে দাঁড়ানো। যাতে তাঁদেরকে একটু সাহায্য করতে। আগামী দিন এই ভাবে মানুষরে জন্য কাজ করবো। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই সংস্থার সমস্ত সদস্যদের পরিশ্রমে এই কাজ গুলো আমরা করতে পারি। মহিলা, পুরুষের উভয়ে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি।
Comments