কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেসে প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সমর্থনে মিছিল
লোকসভা নির্বাচন চলছে তারই মধ্যে যেখানে যেখানে নির্বাচন হয়নি, সেখানে ভোটে প্রচার চলছে তুঙ্গে। অলিতে গলিতে মিটিং, মিছিল কর্মীসভা চলছে জোর কদমে। শুক্রবার দেশের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি লুঠ, কাজ, শিক্ষা, নারীর অধিকার ও সন্মান রক্ষার লড়াইকে জোরদার করতে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এ সমর্থনে একটি মিছিল বেড় হয় বেলেঘাটা ডিডি হেলথ হোমের সামনে থেকে। শেষ হয় সিয়াই ডি মোড়ে সামনে। এই মিছিলে মহিলা, পুরুষ সবাইকে একই সঙ্গে পা মেলাতে দেখা যায়। শাসকের দুর্নীতি ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের আওয়াজ তোলে এই মিছিলের মধ্যে দিয়ে। মিছিলে উপস্থিত ছিলেন রাজীব বিশ্বাস, সঞ্জয় পাত্র, সজল রায় চৌধুরী, বাসন্তী দাস,মনীষা বিশ্বাস,জ্যোৎস্নাসুরাণা,সোমা বোস,জবা সরকার,রাসুদি,অপর্ণা বিশ্বাস,সত্যজিৎ রায়, সহ আরও অনেকে।
Comments