ডায়মন্ড হারবার পূর্ব পাড়া জটাধারিতলায় মাদ্রাসা বন্ধ করে কারখানা তৈরী করা অভিযোগ এক ব্যবসায়ী বিরুদ্ধে
ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিরামপুর, পূর্ব পাড়া জটাধারিতলা, স্থানীয় মানুষের অভিযোগ মাদ্রাসা বন্ধ করে, E-Waste Solution, একটি কোম্পানি খুলে ব্যবসা করছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আবু তাহের ছোট ছেলে জিয়াউল হক।এলাকাবাসীদের অভিযোগ গরিব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতেন আচমকায় উনি এটি বন্ধ করে দেওয়ায় এলাকার গরীব ছেলে মেয়েদের দূর-দূরান্তে পড়তে যেতে হয়।ফলপ্রসূত অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। মূলত তারা আরো অভিযোগ করছেন, উনার এই ব্যবসার ফলে এলাকা আশেপাশের থাকা বাড়ির লোকজনেরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন।বর্তমান কারখানার গন্ধের জন্য, কেমিক্যালের প্রভাবের জন্য নাকে মার্কস পরে কাজ করতে হয়। অথচ জনবসতি এলাকার মধ্যে চলছে এই ব্যবসা।চর্মরোগ,শ্বাসকষ্ট জনিত কারণে ভুগছেন গ্রামের কয়েকশো মানুষ।
নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ,এলাকার সদস্যর কাছে, বিডিও অফিস, লোকাল থানা বজবজে ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী শেখ জুম্মান ও সাবিনা ইয়াসমিন।অনেকেই ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন।জিয়াউল বাবু এলাকায় যথেষ্ট প্রভাবশালী,
উনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ।রেশমা বিবি সংবাদ মাধ্যমের কাছে বলার পরও নিরাপত্তা হীনতায় ভুগছেন।নিশ্চিন্তপুর পঞ্চায়েতের পর বুইতা গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের পাশে রাস্তার ধারে রাতের অন্ধকারে সরকারি খালের উপর বেআইনিভাবে একটি অস্থায়ী পুল তৈরি করছেন এবং সরকারি জল নিকাশি ব্যবস্থা যার ফলে বন্ধ হয়ে যেতে পারে।একাধিকবার এলাকার মানুষ এই বিষয়ে লোকাল নেতৃত্বকে জানিয়েছে কোন ফল হয়নি, বুইতা পঞ্চায়েতের প্রধান অশোক বর্মনের সঙ্গে যোগাযোগ করলে উনি সরাসরি বলেন আমি কাজ বন্ধ রাখার নির্দেশ ওনাকে দিয়েছি ,যদি কোন কারনে কাজ হয় তাহলে আইনি ব্যবস্থা নেব।
Comments